শিক্ষক-ছাত্রীর সম্পর্কে এমন কাণ্ড! শৌচাগারে গিয়েছিল ছাত্রী, ভয়ানক কাণ্ড ঘটে গেল

Last Updated:

Minor rape case: শৌচাগারে গিয়েছিল ছাত্রী, এমন কাণ্ড ঘটে যাবে কেউ ভাবতে পারেননি।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কাকদ্বীপ: ঢোলাহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় সরব এলাকাবাসী। অভিযুক্তকে গ্রেফতারের পরও থমথমে স্কুলচত্বর। নির্যাতিতা স্কুল ছাত্রীর বন্ধু-বান্ধবী ও এলাকার বাসিন্দারা অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন।
সূত্রের খবর, ঢোলাহাটে অষ্টম শ্রেণীর ছাত্রীকে শৌচালয়ের মধ্যে ধর্ষণের অভিযোগ উঠেছিল শিক্ষকের বিরুদ্ধে। নাবালিকা ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত শিক্ষক স্থানীয় মাদ্রাসার অস্থায়ী শিক্ষক।
আরও পড়ুন- বয়স ৯১ তাতে কী হয়েছে! এই বয়সেও গ্রামের মানুষদের পাশে গৌরি দেবী
এই ঘটনাটি ঘটেছে গত ২১ জুলাই। নির্যাতিতার পরিবার জানায়, স্কুলের শৌচালয়ে গিয়েছিল অষ্টম শ্রেণির ওই ছাত্রী। অভিযোগ, তাকে সেখানে আটকে রেখে ধর্ষণ করেন এক পার্শ্ব শিক্ষক। শুধু তাই নয়, ওই ছাত্রীকে শৌচালয়ের ভেতরেই আটকে বাইরে থেকে তালা দিয়ে চলে যান অভিযুক্ত শিক্ষক।
advertisement
এমনকী, এই ঘটনা নিয়ে বাইরে মুখ না খোলার জন্য নির্যাতিতাকে মারধর করা হয় বলেও অভিযোগ। দীর্ঘক্ষণ ছাত্রীকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। নির্যাতিতার পরিবারের দাবী, শৌচালয়ের দরজার বাইরে তালা ঝোলানো থাকায় অন্যান্য পড়ুয়াদের সন্দেহ হয়।
এর পরই শিক্ষক ও পড়ুয়াদের সাহায্যে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।ওই নাবালিকা বাড়ি ফিরে সমস্ত কথা পরিবারকে জানায়। প্রধান শিক্ষকের কাছে নাবালিকার পরিবার অভিযোগ করে। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
advertisement
তাঁরা আরও অভিযোগ করেন, তাঁদের হুমকি দেওয়া হয়েছে যাতে তাঁরা থানায় গিয়ে কোনও অভিযোগ না দায়ের করেন। ওই নাবালিকা ছাত্রীর মায়ের কথায়, “আমার মেয়ে শৌচালয়ে গিয়েছিল। তখন ও শৌচালয়ের মধ্যে ঢুকেই ধর্ষণ করে। স্কুলের আমার মেয়ের এক বান্ধবী আমাকে খবর দেয়, যে ওকে তালাবন্ধ করে রেখেছে।”
প্রথমে ভয় পেলেও রবিবার সন্ধ্যায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ।
advertisement
জানা গিয়েছে ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। কাকদ্বীপ হাসপাতালে নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করা হয়। অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে কাকদ্বীপ মহকুমার আদালতে পেশ করলে বিচারপতি অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিক্ষক-ছাত্রীর সম্পর্কে এমন কাণ্ড! শৌচাগারে গিয়েছিল ছাত্রী, ভয়ানক কাণ্ড ঘটে গেল
Next Article
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE