Bangla News: কিউআরে মনীষীর জীবনী, স্ক্যান করলে দেখা যাবে বিস্তারিত, বালিকা বিদ্যালয়ের অভিনব ভাবনা

Last Updated:

Bangla News: একাধিক মনীষীদের মূর্তি, তাদের জীবনের বিস্তারিত জানাতে সাঁটান হল কিউআর কোড, কী ব্যবস্থা নিল বালিকা বিদ্যালয়, জানুন।

+
কিউআর

কিউআর স্ক্যান করছে পড়ুয়ারা

পশ্চিম মেদিনীপুর: শিক্ষার প্রাণকেন্দ্র বিদ্যালয়। বিদ্যালয় অঙ্গনে বসেছে একাধিক মনীষীদের মূর্তি। রবীন্দ্রনাথ থেকে নজরুল, গান্ধিজি থেকে মাতঙ্গিনী কিংবা জগদীশচন্দ্র বসুর মত মহান মনীষীদের মূর্তি প্রতিষ্ঠা করেছে প্রান্তিক ব্লকের এক বিদ্যালয়। তবে নাম এবং জন্ম ও মৃত্যু সাল ছাড়া তেমন কিছু উল্লেখযোগ্য জীবনী লেখার জায়গা নেই মূর্তির নিচে। প্রতিটি মনীষীর জীবনাদর্শ জানাতে এক অভিনব উদ্যোগ নিল এই উচ্চ বিদ্যালয়। প্রত্যন্ত এলাকায় এই বালিকা বিদ্যালয়-এর অভিনব আয়োজনে খুশি শিক্ষামহল। মনীষীদের জীবনের নানা দিক ছাত্রীরা যাতে সহজে জানতে পারে, তার জন্য প্রতিটি মূর্তিতেই লাগানো হয়েছে আলাদা আলাদা কিউআর কোড।
এই কোড স্মার্টফোনে স্ক্যান করলেই ছাত্রীরা পেয়ে যাবে প্রতিটি মনীষীর জীবনের নানা ঘটনা। নতুন এই উদ্যোগে খুশি সকলে। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে বসান হয় মনীষীদের মূর্তি। বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির সূচনা অনুষ্ঠান একসঙ্গে ১১ টি মূর্তি বসান হয়েছিল পশ্চিম মেদিনীপুরের বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠে। এবার ছাত্রীদের মনীষীদের সম্পর্কে ধারণা দিতে এবং তাদের জীবন সংগ্রাম জানাতে মূর্তির গায়ে সাঁটান হল কিউআর কোড। বিদ্যালয়ের সামনে মনীষীদের মূর্তি প্রতিদিনই দেখতে পাচ্ছে ছাত্রীরা। বই থেকে মনীষীদের সম্পর্কে জানছে। তবে, বিস্তারিত তাঁদের সামনে অজানা। এবার মোবাইলের মাধ্যমেও মনীষীদের জীবন সম্পর্কে জানতে পারবে তাঁরা।
advertisement
advertisement
সেই লক্ষ্যেই এমন ভাবনা বিদ্যালয়ের। বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির সূচনা অনুষ্ঠানে রবীন্দ্রনাথ, নজরুল সহ মোট ১১ জন মনীষীর পাথরের মূর্তি উদ্বোধন করা হয়। অন্যদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। সেই অনুষ্ঠানে তিনি পরামর্শ দিয়েছিলেন প্রতিটি মনীষীর মূর্তিতে কিউআর কোড লাগানোর। সেই আবেদন মেনে নিয়েছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ। ছাত্রীরা কিউআর স্ক্যান করলে দেখতে পাবে মনীষীদের সংক্ষিপ্ত জীবন কথা এবং একটি করে বাণী।
advertisement
রয়েছে পিডিএফ, চাইলে তাঁরা ডাউনলোড করে পরেও পড়তে পারবে। শুধু ছাত্রীরা নয়, বিদ্যালয়ে আসা অভিভাবক কিংবা অন্যরাও কিউআর স্ক্যান করে পাবেন এই তথ্য। বিদ্যালয়কে নতুনভাবে সাজিয়ে তুলেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ড. লক্ষ্মী দাস অট্ট। এবারও এক অভিনব ভাবনা ও নব সংযোজন তার। সহযোগিতা করেছেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা ও কর্মীরা। বিদ্যালয়ের এমন অভিনব আয়োজনে খুশি শিক্ষামহল। এমন এক সিদ্ধান্ত নজর কেড়েছে সকলের।
advertisement
রঞ্জন চন্দ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: কিউআরে মনীষীর জীবনী, স্ক্যান করলে দেখা যাবে বিস্তারিত, বালিকা বিদ্যালয়ের অভিনব ভাবনা
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement