Dengue Prevention: ডেঙ্গি ঠেকাতে উঠেপড়ে লেগেছে স্বাস্থ্য দফতর
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Dengue Prevention: স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ডেঙ্গি সংক্রমণ রুখতে। রক্ত পরীক্ষার জন্য গ্রামে গ্রামে মেডিকেল টিম পাঠানো হচ্ছে
পুরুলিয়া: রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। প্রতিদিনই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি ডেঙ্গি আক্রান্তের হাদিস মিলেছে পুরুলিয়াতেও। ম্যালেরিয়ার পর এবার ডেঙ্গির প্রকোপ পড়েছে জেলায়।
ইতিমধ্যেই গোটা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৮। পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ জন। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি পুরুলিয়ার বলরামপুর ব্লক এলাকায়।
আরও পড়ুন: রাখি তৈরি করে হাল ফিরেছে এই গ্রামের মহিলাদের
advertisement
ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ডেঙ্গি সংক্রমণ রুখতে। রক্ত পরীক্ষার জন্য গ্রামে গ্রামে মেডিকেল টিম পাঠানো হচ্ছে। ঝোপঝাড় যুক্ত এলাকায় করা হচ্ছে স্প্রে। ডেঙ্গি সংক্রমনের লক্ষণ দেখা দিলেই রোগীকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হচ্ছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। এছাড়াও যে এলাকায় ডেঙ্গি সংক্রমণ দেখা দিচ্ছে সে সমস্ত এলাকায় স্বাস্থ্য দফতরের পরিকাঠামো খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
advertisement
এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস বলেন, গোটা জেলাজুড়ে আপাতত ১৮ জন ডেঙ্গি আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষ জটিলতা দেখা না দিলে হাসপাতালে ভর্তি না করার জন্য সকলকে অনুরোধ করেন তিনি। জানান, ডেঙ্গি আক্রান্ত হলেও শারীরিক জটিলতা না থাকলে বাড়িতে থেকেই দিব্যি চিকিৎসা করা যাবে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2024 10:19 PM IST