Dengue Death: ডেঙ্গিতে ১২ বছরের কিশোরের মৃত্যু, তীব্র আতঙ্ক মেদিনীপুরে

Last Updated:

Dengue Death: ডেঙ্গি আক্রান্ত হয়ে নাবালকের এই মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই ভয় ধরিয়েছে মেদিনীপুর শহরের বাসিন্দাদের মনে। যদিও এই মৃত্যুর পর স্বাস্থ্য বিভাগের বিশেষ টিম নজরদারি শুরু করেছে

এলাকার ছবি
এলাকার ছবি
পশ্চিম মেদিনীপুর: ভয় ধরাতে শুরু করেছে ডেঙ্গি। পশ্চিম মেদিনীপুরে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক নাবালকের। গতবছর এই জেলায় প্রথম ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল মেদিনীপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডে। এই বছর সেই ১৪ নম্বর ওয়ার্ডেই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। ডেঙ্গি আক্রান্ত হয়ে পূর্ব মেদিনীপুরের বেসরকারি হাসপাতালে মৃত্যু হল এক নাবালকের।
ডেঙ্গি আক্রান্ত হয়ে নাবালকের এই মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই ভয় ধরিয়েছে মেদিনীপুর শহরের বাসিন্দাদের মনে। যদিও এই মৃত্যুর পর স্বাস্থ্য বিভাগের বিশেষ টিম নজরদারি শুরু করেছে। এলাকায় ঘুরে বিভিন্ন নমুনা ও নজরদারি চালাচ্ছে জেলা স্বাস্থ্য দফতরের গঠন করা বিশেষ টিম। তবে প্রশাসনের পক্ষ থেকে আতঙ্কিত না হয়ে বাসিন্দাদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শারীরিক অসুস্থতা নিয়ে এক নাবালককে ভর্তি করা হয়েছিল পূর্ব মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে ডেঙ্গি রিপোর্ট পজেটিভ আসে এবং বৃহস্পতিবার তার মৃত্যু হয়। চলতি মরশুমে ডেঙ্গি আক্রান্ত হয়ে এটি জেলায় দ্বিতীয় ও মেদিনীপুর শহরে প্রথম মৃত্যুর ঘটনা। মৃত নাবালকের বয়স ১২ বছর বলে জানা গিয়েছে।
advertisement
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, ওই নাবালক প্রথমে টাইফয়েড ও জন্ডিসে আক্রান্ত হয়েছিল। পরে বড়মা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ডেঙ্গি রিপোর্ট ‘পজিটিভ’ আসে। বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়।
এই বিষয়ে, পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গী বলেন, খুবই দুঃখজনক খবর। আমরাও আজ সকালে জানতে পেরেছি। আত্মীয়তার সূত্রে, অসুস্থ অবস্থায় ওই নাবালককে ভর্তি করা হয়েছিল পূর্ব মেদিনীপুরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে তার মৃত্যু হয়। এরপর স্বাস্থ্য দফতরের সার্ভেলেন্স টিম ঘটনাস্থলে গিয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। একইসঙ্গে, এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে শহরবাসী এবং পুর প্রশাসনকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue Death: ডেঙ্গিতে ১২ বছরের কিশোরের মৃত্যু, তীব্র আতঙ্ক মেদিনীপুরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement