Crime News: সর্বনাশ! অ্যাপ ডাউনলোড করলেই ফাঁকা অ্যাকাউন্ট! দিল্লি পুলিশ মাঠে নামতেই যা বেরিয়ে এল...

Last Updated:

Crime News: এসএমএস পাঠাত প্রতারকরা। পাঠানো হতো অ্যাপ। সেই অ্যাপ ডাউনলোড করলেই প্রতারকদের হাতে পৌঁছে যেত ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ সব তথ্য। এরপর অ্যাকাউন্ট ফাঁকা করে দিত দুষ্কৃতীরা। এমন কাজে যুক্ত জামতাড়া গ্যাংয়ের তিন পান্ডাকে বর্ধমান থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

অ্যাপ ডাউনলোড করলেই ফাঁকা হয়ে যাচ্ছিল অ্যাকাউন্ট! জামতাড়া গ্যাংয়ের তিন পাণ্ডাকে গ্রেফতার করল দিল্লি পুলিশ 
অ্যাপ ডাউনলোড করলেই ফাঁকা হয়ে যাচ্ছিল অ্যাকাউন্ট! জামতাড়া গ্যাংয়ের তিন পাণ্ডাকে গ্রেফতার করল দিল্লি পুলিশ 
বর্ধমান: এসএমএস পাঠাত প্রতারকরা। পাঠানো হতো অ্যাপ। সেই অ্যাপ ডাউনলোড করলেই প্রতারকদের হাতে পৌঁছে যেত ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ সব তথ্য। এরপর অ্যাকাউন্ট ফাঁকা করে দিত দুষ্কৃতীরা। এমন কাজে যুক্ত জামতাড়া গ্যাংয়ের তিন পান্ডাকে বর্ধমান থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।
বিহারের জামতারা গ্যাং-এর তিন পান্ডা-কে গ্রেফতার করল নিউ দিল্লির সাউথ ওয়েস্ট ডিস্ট্রিক্ট সাইবার ক্রাইম থানার পুলিশ। বর্ধমান থানার সহযোগিতায় বর্ধমান শহরের শরিফনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। ধৃতরা জামতারা গ্যাং-এর কার্মাটাঁড় মন্ডল মডিউলের মূল চক্রী বলে দাবি পুলিশের।
advertisement
advertisement
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ টি ল্যাপটপ, ৮ টি মোবাইল, ২৬ টি সিমকার্ড, ১ টি স্কলার ডিভাইস ও নগদ প্রায় ৪০ হাজার টাকা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) ও ৩১৯(২) ধারায় মামলার রুজু করে ট্রানজিট রিমান্ড-এর আবেদন জানিয়ে শুক্রবার বর্ধমান আদালতের পেশ করে দিল্লি পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, নিউ দিল্লির সাউথ ওয়েস্ট ডিস্ট্রিক্ট সাইবার ক্রাইম থানায় গত ১২ মে সাইবার ক্রাইম সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের এফআইআর নাম্বার ২৭/২৫। মামলার তদন্তে নেমে দিল্লি পুলিশের এসআই অমিত কুমার-এর নেতৃত্বে ৪ সদস্যের একটি দল কলকাতায় আসে এবং প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে নিউ টাউন এলাকায় অভিযান চালান তাঁরা। কিন্তু সেখানে কিছু না পেলেও পরে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বর্ধমান থানার সহযোগিতায় ১৯ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বর্ধমান শহর সংলগ্ন শরিফনগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। আগামী ২৭ মের মধ্যে ধৃতদের পাতিয়ালা হাউস কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করার জন্য সিজেএম তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছেন । ২৮ মের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট ই-মেইল করে পাঠানোর নির্দেশও সিজেএম দিয়েছেন । পুলিশ সূত্রে জানা গেছে,ধৃত রবি মন্ডলের বাড়ি ঝাড়খণ্ডের জামতারার সিয়াটার গ্রামে। রমেশ কুমার মন্ডলের বাড়ি ঝাড়খন্ডে মার্গোমুন্ডা থানা এলাকায় এবং মহেন্দ্র কুমার মন্ডলের বাড়ি ঝাড়খণ্ডের গিরিডি জেলায়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: সর্বনাশ! অ্যাপ ডাউনলোড করলেই ফাঁকা অ্যাকাউন্ট! দিল্লি পুলিশ মাঠে নামতেই যা বেরিয়ে এল...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement