Sundarban: সুন্দরবনের জলপথে অচেনা ব্যক্তি-জলযান দেখলেই খবর দিতে হবে থানায়, নির্দেশ প্রশাসনের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
দিল্লিতে বিস্ফোরণ ও সাম্প্রতিক পরিস্থিতিতে সুন্দরবনের উপকূলীয় এলাকায় শুরু হল কড়া নজরদারি। সমস্ত ট্রলার ও মৎস্যজীবীদের পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে সুন্দরবনের জলপথে কয়েকগুণ নিরাপত্তা বাড়ানো হয়েছে।
নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দিল্লিতে বিস্ফোরণ ও সাম্প্রতিক পরিস্থিতিতে সুন্দরবনের উপকূলীয় এলাকায় শুরু হল কড়া নজরদারি। সমস্ত ট্রলার ও মৎস্যজীবীদের পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই সুন্দরবনের জলপথে কয়েকগুণ নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়াও মৎস্যজীবীদের সন্দেহজনক জলযান, সন্দেহজনক ব্যক্তি দেখলেই স্থানীয় থানা, কোস্টগার্ড, মৎস্যজীবী অ্যাসোসিয়েশানে জানাতে বলা হয়েছে। খুঁটিয়ে দেখা হচ্ছে সবকিছুই।
ফ্রেজারগঞ্জ ও নামখানা থানার এফআইবি দিয়ে মোহনা, স্থানীয় ফেরিঘাট ও সমুদ্রপথে দীর্ঘক্ষণ ধরে চলছে এই নজরদারি। নজরদারি চালানোর সময় নদী ও মোহনাতে সন্দেহজনক কোনও নৌকা বা জলযান দেখলেই খবর দিতে বলা হয়েছে।ইতিমধ্যেই সুন্দরবনের সব উপকূল থানাকে সতর্ক করা হয়েছে।
advertisement
advertisement
দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের জল সীমানা প্রায় ১৫০ কিলোমিটার। এই পথে অনুপ্রবেশ ঠেকাতে নদী ও বনভূমি এলাকায় বিএসএফ মোতায়েন আছে। ভাসমান বর্ডার আউটপোস্ট, বঙ্গোপসাগর অংশে উপকূলরক্ষী বাহিনীর নজরদারি চলছে। দু’বেলা নদী এবং স্থলপথে পুলিশি টহল বৃদ্ধি পেয়েছে। নাকা তল্লাশি চলছে। নদী ও জেটিঘাটগুলিতে যাওয়ার রাস্তাতেও চলছে নাকা তল্লাশি। বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী এলাকা হওয়ায় আরও নজরদারি বাড়ানো হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখানেই রয়েছে আন্তর্জাতিক জলপথ। একাধিক বাংলাদেশী ও বিদেশী জাহাজ যাতায়াত করে। ফলে সব কিছু মাথায় রেখে এই মুহূর্তে উপকূলে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে প্রশাসন। যার জেরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। নামখানা স্টেশনে নামলেও সমস্ত কিছু খুঁটিয়ে দেখা হচ্ছে। সমস্ত ব্যাগপত্র চেক করে তবেই ছাড়া হচ্ছে বকখালি উপকূলের দিকে। এই মুহূর্তে সেজন্য রয়েছে কড়া নিরাপত্তা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 11, 2025 4:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban: সুন্দরবনের জলপথে অচেনা ব্যক্তি-জলযান দেখলেই খবর দিতে হবে থানায়, নির্দেশ প্রশাসনের
