Jhargram News: নিম্নচাপের টানা বৃষ্টি! আচমকা ধসে গেল শিশুশিক্ষা কেন্দ্রের বারান্দা! যাচ্ছে তাই কাণ্ড ঝাড়গ্রামে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
Jhargram News: নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতের জেরে ধসে পড়ল স্কুলের বারান্দা, স্কুল চলাকালীন ঘটনা না হওয়ায় রক্ষা
ঝাড়গ্রাম: নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতের জেরে ধসে পড়ল স্কুলের বারান্দা, স্কুল চলাকালীন ঘটনা না হওয়ায় বড়সড় বিপদের মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেল সাঁকরাইলের বালিচক এলাকার ছাত্রছাত্রীরা। বুধবার থেকে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা। তারই মধ্যে বৃহস্পতিবার সকালে সাঁকরাইলের বালিচক শিশু শিক্ষা কেন্দ্রের বারান্দার একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। অতিরিক্ত বৃষ্টিতে স্কুলের বারান্দার বালি, সিমেন্ট ভেসে গিয়েছে। ওই শিশু শিক্ষা কেন্দ্রের কর্মী শুকুন্তলা মাহাত জানান, ‘বৃষ্টিতে প্রতিনিয়তই ঘরগুলিতে জল পড়ে বসা যায় না। এদিনের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলের বারান্দার একাংশ।’
সৌভাগ্যবশত, ঘটনার সময় ঝাড়গ্রামের ওই স্কুলে ছাত্রছাত্রী না থাকায় ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ছোট ছোট শিশুরা দাবি গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের দাবি, স্কুলের পরিকাঠামো যথেষ্ট দুর্বল। অনেকদিন ধরে স্কুলের ভবন সংস্কারের দাবি জানানো হলেও কোন সুরাহা হয়নি। টানা বৃষ্টিতে সেই পরিকাঠামোর দুর্বলতাই এবার বিপদজ্জনক রূপ নিল। স্কুলের বেহাল দশার সঙ্গে সঙ্গে স্কুলে আসার মূল রাস্তাও বিপদজনক, কাদা মাখা, হাঁটু জল ভর্তি রাস্তায় বাচ্চাদের স্কুলে পাঠাতেও চান না অভিভাবকরা। এদিন ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়।
advertisement
আরও পড়ুন: পথ ভুলে কেরলের মানসিক ভারসাম্যহীন যুবক চলে এসেছিল বাংলায়! তারপরের ঘটনা আজীবন মনে রাখবে কেরলের পরিবার
advertisement
ওই গ্রামের বাসিন্দা অনুপম সাহুর অভিযোগ স্কুলটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। রড ছাড়া, বাঁশ দিয়েই স্কুলটিকে তৈরি করা হয়েছে। বৃষ্টির কারণে কোন বাচ্চা স্কুলে আসেনি না হলে আরও বড়সড় কোন দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার পর থেকে স্কুলে পাঠাতে আতঙ্ক তৈরি হচ্ছে বলছেন অভিভাবকেরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিভাবকদের আশঙ্কা, ওই সময় যদি স্কুল চলাকালীন এই দুর্ঘটনা ঘটত, তাহলে বড়সড় কোন দুর্ঘটনা ঘটতে পারত। তাঁরা দ্রুত স্কুলের পরিকাঠামো মেরামতের দাবি জানিয়েছেন। অন্যদিকে, প্রশাসনের তরফ থেকে ও স্থানীয় পঞ্চায়েতকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
তন্ময় নন্দী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 20, 2025 4:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: নিম্নচাপের টানা বৃষ্টি! আচমকা ধসে গেল শিশুশিক্ষা কেন্দ্রের বারান্দা! যাচ্ছে তাই কাণ্ড ঝাড়গ্রামে