খদ্দের সেজে সোনার দোকানে ডাকাতি !

Last Updated:

দোকানে অন্য তিনজন মহিলা খদ্দেরকে দুষ্কৃতিরা মারধরও করে বলে অভিযোগ।

#ধনেখালি:  খদ্দের সেজে সোনার দোকানে ডাকাতি। ধনেখালি থানার হাওড়া-বর্ধমান কর্ড লাইন শাখার পোড়াবাজার স্টেশনের কাছে তারা মা জুয়েলার্স নামে সোনার দোকানে হানা দেয়।এরপর আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে স্বমূর্তি ধারন করে ডাকাতের দল।
দোকানে অন্য তিনজন মহিলা খদ্দেরকে ডাকাতরা মারধরও করে বলে অভিযোগ। নগদ টাকা, সোনা ও রুপোর অলঙ্কার নিয়ে বোমাবাজি করতে করতে চম্পট দেয় ১২ জনের ডাকাত দলটি। যাওয়ার সময় তারা বোমাবাজি করে।বোমার আঘাতে এক পথচারির হাতে আঘাত লাগে।
দূরে রাখা গাড়ি নিয়ে চম্পট দেয় ডাকাতদল। ডাকাতের মারের চোটে আহত হয়েছেন সোনার দোকানের মালিক মিলন চাঁই। ডাকাতির খবর পেয়ে সিঙ্গুর,হরিপাল,দাঁদপুর,ডানকুনি ও চন্ডীতলা থানার পুলিশ বিভিন্ন রাস্তায় নজরদারি শুরু করেছে।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খদ্দের সেজে সোনার দোকানে ডাকাতি !
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement