সাতসকালে ভয়ঙ্কর বিস্ফোরণ! কেঁপে উঠল ডেবরা! আগুন আর ধোঁওয়ায় জখম ৭, ক্ষতিগ্রস্ত স্কুলবাস!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Debra Explosion News: ডেবরার গ্যারাজে গ্যাস ট্যাংকার মেরামতির সময় বিস্ফোরণে সাতজন গুরুতর আহত হয়েছেন। স্কুল বাস ও দুটি লরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেবরা, পশ্চিম মেদিনীপুর | ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল ডেবরা। শনিবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি গ্যারাজে গ্যাস ট্যাংকারের মেরামতির সময় হঠাৎই ঘটে বিস্ফোরণ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে সাতজন। আশপাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাস ও দুটি লরি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্যারাজে ট্যাংকারটি কাজ করানোর জন্য দাঁড়ানো ছিল। আচমকাই বিকট আওয়াজে এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়ায় ঢেকে যায় গোটা গ্যারাজ চত্বর। বিস্ফোরণের জেরে কাছাকাছি থাকা বাস ও লরি ভেঙে যায়। আহতদের চিৎকারে এলাকা জুড়ে ছড়ায় আতঙ্ক।
advertisement
advertisement
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) টিম। উদ্ধার করে আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
advertisement
বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ট্যাংকারে থাকা গ্যাস লিক করেই বিস্ফোরণ ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সাতসকালে ভয়ঙ্কর বিস্ফোরণ! কেঁপে উঠল ডেবরা! আগুন আর ধোঁওয়ায় ঢাকল গ্যারাজ, ক্ষতিগ্রস্ত স্কুলবাস! (Representative Image: AI)
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 24, 2025 11:05 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাতসকালে ভয়ঙ্কর বিস্ফোরণ! কেঁপে উঠল ডেবরা! আগুন আর ধোঁওয়ায় জখম ৭, ক্ষতিগ্রস্ত স্কুলবাস!