West Bengl Election Results 2021: 'কেমন খেলা হল!' মাকে সঙ্গে নিয়ে লাইভে অঝোরে কাঁদলেন দেবাংশু ভট্টাচার্য

Last Updated:

west bengal election results: এই কান্না জয়ের, আবেগের, সাফল্যের।

#কলকাতা: তিনি (Debangshu Bhattacharya) শুরু থেকেই বলেছিলেন, আমি ২৫ বছর বয়সী ছেলে। রাজনীতির ময়দানে অভিজ্ঞ, বর্ষীয়ানদের মাঝে আমি হয়তো নগন্য। তবে দিদিকে জেতাতে আমি কাঠবিড়ালীর ভূমিকা নেব। আমার সাধ্যের বাইরে গিয়েও যদি কিছু করা যায় তাই করব। তিনি কথা রেখেছিলেন। প্রিয় দিদির জন্য তিনি সত্যিই নিজের সাধ্যের বাইরে কাজ করেছিলেন। গত কয়েক মাসে দিন-রাত এক করে প্রচার করেছেন। বারবার প্রত্যয়ী কন্ঠে বলেছেন, নবান্নে আবার ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকের দিনে তো তাঁর এমন অবেগপ্রবণ হওয়ারই কথা। দেবাংশু ভট্টাচার্য বুদ্ধিদীপ্ত প্রচার করেছিলেন। তৃণমূলের ভার্চুয়াল প্রচারে কাণ্ডারি ছিলেন তিনি। তাই আজ তৃণমূলের এই সাফল্যের দিনে তিনি ভার্চুয়ালি এলেন। মাকে সঙ্গে নিয়ে ফেসবুক লাইভে এসে আবেগ ধরে রাখতে পারলেন না তিনি।
ফেসবুক লাইভে এদিন কাঁদলেন দেবাংশু। তবে এই কান্না জয়ের, আবেগের, সাফল্যের। তিনি আগেই বলেছিলেন, মমতা বন্দ্যেপাধ্যায়ের জন্যই তাঁর এত কিছু। তিনি এমনও বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর পর তিনি আবার নিজের স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। অর্থাত্, রাজনীতি থেকে অব্যহতি নেবেন। সেটা তিনি আদৌ করবেন কি না অথবা তৃণমূল তাঁকে এমনটা করতে হেবে কি না সেই উত্তর সময় দেবে। তবে আজকের দিনে তিনি আর সেসব নিয়ে কথা বললেন না। তিনি বললেন, ''আমি আগেই বলেছিলাম, বাংলার মাটি, বাংলার মানুষ বহিরাগতদের মেনে নেবে না। আমি বলেছিলাম, বাংলার মেয়েই আবার ফিরবে। আজ সেই দিন। আজ বেইমানদের জবাব দেওয়ার দিন। বাংলার মানুষ বাংলার মেয়ের সঙ্গেই আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই।''
advertisement
তাঁর মুখে এদিনও শোনা গেল খেলা হবে স্লোগান। তিনি প্রতিটি শব্দ যেন আরও প্রত্যয়ের সঙ্গে উচ্চারণ করলেন। উন্নয়ন, স্বাস্থ্য সাথীর মতো শব্দগুলো এদিন আরও একবার জোরে উচ্চারণ করলেন দেবাংশু। তিনি এদিন তাঁর মাকে নিয়ে এলেন ফেসবুক লাইভে। দেবাংশু বললেন, ''আমার মা ভয় পেত। আশঙ্ক করত আমি রাজনীতিতে এসেছিলাম বলে। আজ আমার কাজ শেষ। বাংলার মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই চেয়েছেন। এখানেই আমার জয়। বাংলার মানুষ মীরজাফরদের মুখের উপর জবাব দিয়েছে। আমি শুধু এটুকু বলব, কেমন খেলা হল!''
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengl Election Results 2021: 'কেমন খেলা হল!' মাকে সঙ্গে নিয়ে লাইভে অঝোরে কাঁদলেন দেবাংশু ভট্টাচার্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement