Birbhum News: বগটুই নিয়ে হঠাৎই ঘটে গেল এক বিস্ফোরক ঘটনা! বীরভূম জুড়ে হঠাৎ তীব্র চাঞ্চল্য
- Reported by:SOUVIK ROY
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
Birbhum News: বগটুই কাণ্ডে অভিযুক্ত ছিল ছোট লালন,তাকে গ্রেফতার করে সিবিআই,গলায় ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণে তার মৃত্যু হয়।
বীরভূম: ২০২২ সালে ২১ মার্চ রাত্রি আনুমানিক আটটা নাগদ বগটুই মোড়ে ভাদু শেখকে খুন করা হয়,ন’টা নাগাদ বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্ভুক্ত বগটুই গ্রামে একাধিক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে শিশু-সহ মোট ১০ জনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। সেই ঘটনা উঠে আসে খবরের শিরোনামে। এরপরই সিবিআই এবং রাজ্য পুলিশ তদন্ত শুরু করে।
এরপরই সিবিআই তদন্ত করে কামরুল শেখ ওরফে ছোট লালনকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের নির্দেশে জামিনে ছেড়ে দেওয়া হয়। তারপর পুনরায় আবার বগটুইকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় সিবিআই, নাম ছিল মোট আট অভিযুক্তের। তার মধ্যে নাম ছিল কামরুল শেখ ওরফে ছোট লালনের। নাম থাকার পর পুনরায় গ্রেফতার হয়ে জেল হেফাজতে যায় সে।
advertisement
তবে জেল হেফাজতে থাকার সময় ছোট লালনের মুখে ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর ছোট লালন কলকাতা হাইকোর্টে আবেদন করে,তাকে চিকিৎসা করানোর জন্য জামিনে ছেড়ে দেওয়া হোক। কলকাতা হাইকোর্ট তার শারীরিক অসুস্থতার কারণে জামিন দেয়। কলকাতায় ছোট লালন একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল দীর্ঘ কয়েক মাস। তবে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ার কারণে দিন চারেক আগে তার পরিবারের লোকজন তাকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন।
advertisement
advertisement
তার পরিবার সূত্রে জানা যায়, ক্যান্সার আক্রান্ত থাকার পর অবশেষে ভোর আনুমানিক তিনটে নাগাদ তার মৃত্যু হয় এদিন। কামরুল শেখ ওরফে ছোট লালনের মৃত্যুর পর তার পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছু বলতে রাজি হননি।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2024 4:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বগটুই নিয়ে হঠাৎই ঘটে গেল এক বিস্ফোরক ঘটনা! বীরভূম জুড়ে হঠাৎ তীব্র চাঞ্চল্য







