• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • মহিষাদলের বাঁশবাগানে মৃতদেহ! শরীরে বিষ! খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ

মহিষাদলের বাঁশবাগানে মৃতদেহ! শরীরে বিষ! খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ

representtive image

representtive image

মহিষাদলের বাঁশবাগানে মৃতদেহ! শরীরে বিষ! খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ

 • Share this:

  #মহিষাদল: শনিবার সকালে এক ব‍্যাক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় মহিষাদল থানার অন্তর্গত কেশবপুর এলাকায়। মৃতের নাম শঙ্কর সামন্ত। পরিবারের প্রাথমিক অনুমান, স্বাভাবিক মৃত্যু নয়, ৪০ বছরের শঙ্করকে কেউ বা কারা খুন করেছে।

  শনিবার সকালে স্থানীয় এক ব‍্যাক্তির বাঁশবাগানে শঙ্করবাবুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন এলাকাসী। খবর দেওয়া হয় মহিষাদল থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বিষের প্রতিক্রিয়ায় শঙ্কর  সামন্তর মৃত্যু হয়েছে। তবে, তাঁকে বিষ খাওয়ানো হয়েছে, নাকি বিষ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন, সেটা এখনও স্পষ্ট নয়! পুলিশ তদন্ত জারি রেখেছে।

  শঙ্করবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

  আরও পড়ুন-পকেটে রাখা মোবাইল ফেটে দাউদাউ আগুন! পুড়ে গেল যুবকের পা

  First published: