রেল লাইনের ধারে বস্তা, ভিতরে মহিলার পচা গলা দেহ...
Last Updated:
#শালবনী: রেল লাইনের ধারে পড়ে রয়েছে বেশ বড় একটা বস্তা। মুখ খুলতেই পচা দুর্গন্ধ...! জানা যায়, শালবনী থানার যজ্ঞেশ্বরপুর গ্রাম লাগোয়া আদ্রা ডিভিশন এর কেমপোস্ট ১৪৯/১৯ নম্বর ট্র্যাকে রেল লাইনের উপর এদিন সকালে গ্রামবাসীরা দেখতে পান বস্তাবন্দী অবস্থায় কিছু একটা পড়ে রয়েছে । গ্রামবাসীদের সন্দেহ হলে তাঁরা বস্তার মুখ খোলে। বেরিয়ে আসে পচা গন্ধ।
কী রয়েছে বস্তায় ? কৌতূহলী গ্রামবাসীরা বস্তা খুলতেই দেখে ভিতরে রয়েছে মাঝবয়সী এক মহিলার পচা গলা মৃতদেহ। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শালবনী থানার পুলিশ। মৃতদেহটি শনাক্ত করার জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। গ্রামবাসীদের অনুমান, অন্য কোথাও মহিলাকে খুন করে বস্তাবন্দী অবস্থায় রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2019 4:22 PM IST