জামুড়িয়াতে মোমোয় আসক্ত ছাত্রী, মোবাইল ছিনিয়ে নিতেই বাবাকে মারধর

Last Updated:
#জামুড়িয়া: থোবড়ানো গাল ৷ চোখ দু’টো ঠিকড়ে বেরিয়ে আসছে ৷ এমনই একটি হোয়াটসঅ্যাপ ডিপি থেকে আসা মেসেজই এখন আতঙ্ক তৈরি করেছে ৷ শহর ছাড়িয়ে জেলাতেও আক্রান্ত মোমো ৷ প্রথমে হাই বলে মেসেজ পাঠানো ৷ তারপরই ওপ্রান্ত থেকে খেলার লিঙ্ক পাঠায় মোমো অ্যাডমিন ৷ আর সেই খেলার প্রতিটি ধাপেই রয়েছে মৃত্যুর হাতছানি ৷ এবার মোমো-জ্বরে আক্রান্ত জামুড়িয়া ৷
ঘটনার সূত্রপাত এক সপ্তাহ আগে ৷ জামুড়িয়ায় নবম শ্রেণীর এক ছাত্রীর ফোনে আসে মোমো মেসেজ ৷ ‘hi I'm Momo’ ৷ এরপরই শুরু হয় কথোপকথন ৷ খেলার লিঙ্কও পাঠায় মোমো অ্যাডমিন ৷ একের পর এক চ্যালেঞ্জ দেয় মোমো অ্যাডমিন ৷ তবে, এই সমস্ত ঘটনাগুলিই হচ্ছিল পরিবারের সদস্যদের আড়ালে ৷
কিন্তু গতকালই ঘটে ছন্দপতন ৷ চ্যালেঞ্জে জিততে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে ছাত্রী ৷ এরপরই গোটা ঘটনাটি টের পান পরিবারের সদস্যরা ৷ ঘটনাটির আঁচ পেতেই পরিবারের সদস্যরা মোবাইল কেড়ে নেয় ৷ এরপরই ঘটে বিপত্তি ৷ ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধরের চেষ্টা করে ছাত্রী ৷
advertisement
advertisement
ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ইতিমধ্যেই ওই মোবাইলটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি ৷ বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ছাত্রী ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জামুড়িয়াতে মোমোয় আসক্ত ছাত্রী, মোবাইল ছিনিয়ে নিতেই বাবাকে মারধর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement