Fake Tea: সাবধান! দার্জিলিং চা ভেবে 'নকল চা' খাচ্ছেন না তো? দেদার বিক্রি হচ্ছে এই বাজারে, কীভাবে চিনবেন?

Last Updated:

Fake Tea: নকল ঘিয়ের পর এবার নকল চা! দামি ব্যান্ডের আড়ালে বিক্রি হচ্ছে নিম্নমানের নকল চা পাতা। অভিযানে প্রচুর নকল চা পাতা বাজেয়াপ্ত করা হয়েছে।

News18
News18
বর্ধমান: নকল ঘিয়ের পর এবার নকল চা! দামি ব্যান্ডের আড়ালে বিক্রি হচ্ছে নিম্নমানের নকল চা পাতা। এমন অভিযোগ পেয়ে আচমকা বর্ধমানের বাজারে হানা দিল জেলা দুর্নীতি দমন শাখা। অভিযানে প্রচুর নকল চা পাতা বাজেয়াপ্ত করা হয়েছে।
বর্ধমানের তেঁতুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল চা পাতা উদ্ধার করলো জেলা দুর্নীতি দমন শাখা। জানা গিয়েছে, বর্ধমান শহরের তেঁতুলতলা বাজারে অভিযান চালায় একটি নামি সংস্থার আধিকারিকরা। বর্ধমান জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযান করেন তারা। সেখানে একাধিক ছোট দোকান থেকে একটি নামি সংস্থার প্যাকেটে নকল চা পাতা উদ্ধার করেন তারা।
advertisement
advertisement
জানা গিয়েছে, বেশিরভাগই ২৫০ গ্রাম ও ৫০০ গ্রামের প্যাকেট রয়েছে। বাজার এলাকার প্রায় পাঁচটি দোকান থেকে নকল চায়ের পাতা উদ্ধার হয়েছে। সবকটি ক্ষেত্রেই নামি সংস্থার প্যাকেটের মোড়কে নকল চায়ের পাতা বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ।এক বিক্রেতা জানান, ব্যবসায়ীদের পক্ষে চায়ের পাতাগুলি নকল কিনা বোঝা মুশকিল। কোম্পানির তরফ থেকে নির্দিষ্ট কোনও গাইডলাইন থাকলে তবেই আসল ও নকলের মধ্যে তফাৎ বোঝা যাবে। ক্রেতাদের প্রয়োজনে ব্যবসায়ীরা চায়ের প্যাকেটগুলি কিনেছিল। কোম্পানির লোক এসেই সেই সামগ্রী সরবরাহ করেছিল। এখন কোনটা নকল আর কোনটা আসল তা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়।
advertisement
সংস্থার এন্টি পাইরেসি সার্কেল অফিসার বলেন, সারা রাজ্যের বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হয়েছে। আমাদের কোম্পানির মোড়কে নকল চা পাতা বাজারে বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছিল। বর্ধমানের বাজারের বেশ কিছু দোকান থেকে নকল চা পাতা উদ্ধার হয়েছে। এই চায়ের প্যাকেটের কোনও পাকা বিল দোকানদার দেখাতে পারেনি। প্যাকেটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, ক্রেতাদের জানানো হচ্ছে কোনও বড় দোকান ছাড়া এই চায়ের প্যাকেটগুলি যাতে না কেনা হয়। কেনার সময় অবশ্যই বিল নিতে হবে। এর আগে বর্ধমানে নকল ঘিয়ের কারবারের কথা জানা গিয়েছিল। এবার ধরা পড়ল নকল চা পাতা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fake Tea: সাবধান! দার্জিলিং চা ভেবে 'নকল চা' খাচ্ছেন না তো? দেদার বিক্রি হচ্ছে এই বাজারে, কীভাবে চিনবেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement