বই-খাতা সরিয়ে এবার সমাজ বদলের লড়াইয়ে দাঁতনের শিশুরা! ছোটদের এমন বার্তা আগে দেখেননি কেউ

Last Updated:

বাল্যবিবাহ প্রতিরোধে অসাধারণ উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ের। যা করল পড়ুয়া থেকে অভিভাবকরা, জানলে অবাক হবেন।

+
প্রাথমিক

প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে তৈরি শর্ট ফিল্ম।

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বর্তমান দিনে সব থেকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাল্যবিবাহ। বিভিন্ন কারণে মূলত প্রান্তিক গ্রামীণ এলাকায় অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন অভিভাবকেরা। প্রশাসনের তরফেও বারংবার বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। তবে এবার প্রশাসন নয়, সামাজিক জড়তা কাটাতে এগিয়ে এল প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়ারা।
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় তারা যা করল, জানলে চমকে যাবেন আপনিও। প্রত্যন্ত গ্রামীন এলাকায় থেকেও তাদের ভাবনা ও দৃষ্টিভঙ্গি নজর কেড়েছে গোটা জেলার মানুষের। সভ্যতার উন্নতি হচ্ছে, তবুও মানুষের মধ্যে জড়তা কাটছে না। অপ্রাপ্তবয়স্কদের বিয়ে হয়ে যাচ্ছে অনায়াসে। তবে প্রাথমিক স্তর থেকেই পড়ুয়া, সমাজের ছাত্র-ছাত্রী এবং যুব প্রজন্মকে সচেতন করলে আগামীতে এই ধরনের ঘটনা এড়ান যাবে বলে মনে করছে ওয়াকিবহালমহল।
advertisement
আরও পড়ুন : স্কুল নয়, যেন দুঃখের কাহিনি! বৃষ্টিতে লাটে ওঠে ক্লাস, মিড ডে মিল খাওয়া হয় বই তুলে
তবে এবার সাধারণ গ্রামবাসীদের সচেতন করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রান্তিক গ্রামীণ এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের। কচিকাঁচা পড়ুয়া, অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষকেরা মিলে তৈরি করলেন এক শর্ট ফিল্ম। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামীণ এলাকার বিদ্যালয় দাঁতনের ভেটিআমলা বোর্ড ১ প্রাথমিক বিদ্যালয়। সম্প্রতি বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক এবং গ্রামবাসীদের নিয়ে একটি বিশেষ শর্ট ফিল্ম তৈরি করেন তারা। নাম দেওয়া হয় অভিশপ্ত নালিশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যেখানে মূলত বিষয়বস্তু হিসেবেই সাজিয়ে তোলা হয়েছে বাল্য বিবাহকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে পড়ুয়ারা। অভিনয় করেছেন অভিভাবক থেকে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। মূলত বাল্যবিবাহের মত সামাজিক ব্যাধিকে সমাজ থেকে দূর করতে এই ভাবনা বিদ্যালয়ের  বিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে গ্রামবাসীরা। পড়ুয়াদের মধ্য দিয়ে গ্রামবাসীদের সচেতন করার এই মানসিকতা ও উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন শিক্ষামহল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বই-খাতা সরিয়ে এবার সমাজ বদলের লড়াইয়ে দাঁতনের শিশুরা! ছোটদের এমন বার্তা আগে দেখেননি কেউ
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement