West Bengal News: ভেসে গেল বাড়ির পর বাড়ি, ভাঙল বাঁধ, ফের ভয়াবহ সংকটে বাংলার বহু মানুষ

Last Updated:

West Bengal News: নষ্ট হয়েছে বাড়িতে থাকা চাল, ডাল সহ মজুত খাদ্যসামগ্রী। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ সাগর ব্লক।

ফাইল ছবি
ফাইল ছবি
#কাকদ্বীপ: নিম্নচাপ ও কোটালের প্রভাব দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার কাকদ্বীপ মহকুমায় সবচেয়ে বেশী পড়েছে। গত দু’‌দিনে জলোচ্ছ্বাসের জেরে একাধিক নদী ও সমুদ্র বাঁধ উপছে জল ঢুকেছে লোকালয়ে। ফলে মাটির তৈরী বাঁধ দুর্বল হয়ে পড়েছে। সেই বাঁধগুলি দিয়ে আজ নদী ও সমুদ্রের নোনাজল ঢুকবে লোকালয়ে। নিরাশ্রয় হয়ে পড়েছে শতাধিক মানুষ। নোনা জলে প্লাবিত হয়েছে চাষের জমি, পুকুর।
নষ্ট হয়েছে বাড়িতে থাকা চাল, ডাল সহ মজুত খাদ্যসামগ্রী। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ সাগর ব্লক। এই ব্লকের বঙ্কিমনগর, বোটখালি ও মহিষামারিতে জল ঢুকেছে মাটির বাঁধ ভেঙে। জল ঢুকেছে বাঁধ উপচেও। বঙ্কিমনগরের পঞ্চাশটির বেশী কাঁচাবাড়ি জলমগ্ন হয়ে যায়। বাসিন্দাদের পাশের স্কুলে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সমুদ্রতট।
advertisement
advertisement
গত দু’‌দিনের জলোচ্ছ্বাসে তটের বড় অংশ ভাঙনের জেরে সাগরে মিশে গিয়েছে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, গাছ। জল ঢুকেছে কপিলমুনি মন্দিরের সামনে থাকা দোকানে। গতকাল মন্দিরের কাছাকাছি জল চলে আসে। এদিকে, নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জেরে আজ ও সমুদ্র ও নদীর জল বাড়বে।
advertisement
আজ সকাল থেকেই ফ্রেজারগঞ্জ সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। গতকালের থেকে আজ আরও জল বাড়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত উপকূলবাসী।
----অর্পণ মণ্ডল
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: ভেসে গেল বাড়ির পর বাড়ি, ভাঙল বাঁধ, ফের ভয়াবহ সংকটে বাংলার বহু মানুষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement