Cyclone Remal-Kanti Ganguly: ঝড়ের আগে তিনি আসেন! 'মিথ' মিথ্যে হল না এবারও! রিমল-এর আগেই সঙ্কটে হাজির কান্তি গঙ্গোপাধ্যায়
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Cyclone Remal-Kanti Ganguly: কান্তি গঙ্গোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, পূর্বের ঝড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষজনকে সচেতনও করলেন।
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের এলাকায় কান পাতলে শোনা যায়, “ঝড়ের আগে কান্তি আসে”! আবারও তিনি এলেন ঝড়ের আগেই। এবার ঘূর্ণিঝড় রিমল-এর আগে এসে এলাকায় এলাকায় নদীবাঁধ পরিদর্শন করলেন তিনি। রায়দিঘির কুমড়োপাড়ায় নদীবাঁধও পরিদর্শন করেন। কান্তি গঙ্গোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, পূর্বের ঝড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষজনকে সচেতনও করলেন।
কান্তি গঙ্গোপাধ্যায় জানান, নদীবাঁধ ভাঙলে এলাকায় নোনাজল প্রবেশ করবে। সেজন্য মিষ্টি জল ধরে রাখতে হবে। তার সঙ্গে সকলকে ঝড় নিয়ে থাকতে হবে। তিনি জানান, আগে আয়লা ঝড় এসেছিল এরকম রাতে। সেবার ব্যাপক ক্ষতি হয়েছিল। এবারেও ঝড় আসছে রাতে, তাই সকলকে সচেতন থাকতে হবে।
advertisement
advertisement
প্রতিবারের মতোই এই বয়সেও বামফ্রন্ট নেতা কান্তি গঙ্গোপাধ্যায় এসেছেন ঝড়ের আগেই। তাই সাধারণ মানুষজন তাঁকে পেয়ে খুবই খুশি।ঘূর্ণিঝড় রিমল আর কিছুক্ষণের মধ্যে আছড়ে পড়ছে উপকূলে।
প্রশাসনও সতর্ক রয়েছে। রিমলের প্রভাবে রবিবার সকাল থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে টানা বৃষ্টি চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই জলস্তর বাড়তে থাকায় ফুঁসছে একাধিক নদী।
advertisement
—নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2024 10:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Remal-Kanti Ganguly: ঝড়ের আগে তিনি আসেন! 'মিথ' মিথ্যে হল না এবারও! রিমল-এর আগেই সঙ্কটে হাজির কান্তি গঙ্গোপাধ্যায়
