Cyclone Remal Effects: রিমলের তাণ্ডবে ভেঙেছে একাধিক নদীবাঁধ! ভোটপ্রচারে এসে পরিদর্শন করে আশ্বাস দিলেন সেচমন্ত্রী
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Cyclone Remal Effects: রিমলের ক্ষতিগ্রস্ত সুন্দরবনের একাধিক নদীবাঁধ। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই বাঁধ পরিদর্শনে এলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন।
বসিরহাট: মুখ্যমন্ত্রীর নির্দেশে সুন্দরবনের নদীবাধ পরিদর্শনে সেচমন্ত্রী। ধীরে ধীরে বিদ্যাদরী নদী ভাঙনের ফলে সন্দেশখালির বাউনিয়া বিসীদের হাজার বিঘে জমি নদীগর্ভে চলে গেছে ভরসা বসত বাড়ি মন্ত্রীকে জানালেন এলাকার মানুষ। রিমলের ক্ষতিগ্রস্ত সুন্দরবনের একাধিক নদী বাঁধ।
মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই বাঁধ পরিদর্শনে এলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি ব্লকের ন্যাজাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাউনিয়া সিং পাড়ায় বিদ্যাধরী নদী প্রায় দেড় কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি প্রচুর কাঁচা পাকা বাড়ি নদী গর্ভে গ্রাস করেছে। সেই গ্রাম ও বাঁধ পরিদর্শনে এলেন মন্ত্রী।
advertisement
আরও পড়ুন: এক দল গিরগিটির মধ্যে কেবল একটিই জিভ বের করে রয়েছে, ৬০ সেকেন্ডে খুঁজে পাবেন? রইল চ্যালেঞ্জ
advertisement
একদিকে বিদ্যাধরী, রায়মঙ্গল, ইছামতি, কালিন্দী, ছোট কলাগাছি, বড় কলাগাছি, গৌড়েশ্বর, ডাসা, বেতনি নদী-সহ একাধিক নদী বাঁধ পরিদর্শন করেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। সেচমন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি, আপনাদের সব বক্তব্য অভিযোগ শুনলাম। আমি মুখ্যমন্ত্রীকে জানাব। দ্রুত নদীর বাঁধের কাজ শুরু হবে, অন্যদিকে আপনাদের সমস্যার কথা জানাব।”
advertisement
গ্রামবাসীদের দাবি, বিদ্যাধরী নদী ভাঙনের ফলে প্রায় দেড় হাজার বিঘা জমি নদীগর্ভে চলে গিয়েছে, ধীরে ধীরে গিলে খাচ্ছে বসতবাড়ি। এখনই সমাধান না হলে হয়তো পুরোটাই নদীতে চলে যাবে। নদী বাঁধের একটি স্থায়ী সমাধান চাইছেন এলাকার মানুষ। যে সব নদী বাঁধ ক্ষতিগ্রস্ত এবং যেসব গ্রাম প্লাবিত হয়ে চাষের জমিতে নদীর নোনা জল ঢুকে ফসল নষ্ট হয়েছে সেই সব এলাকা সরজমিনে খতিয়ে দেখেন পার্থ ভৌমিক। এরপরে সরকারিভাবে মুখ্যমন্ত্রীকে জানাবেন পাশাপাশি গ্রামবাসীরা বলেন, “প্রশাসনের প্রতি আমাদের আস্থা ভরসা আছে। দ্রুত আমাদের এই সমস্যা সমাধান হোক।”
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2024 6:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Remal Effects: রিমলের তাণ্ডবে ভেঙেছে একাধিক নদীবাঁধ! ভোটপ্রচারে এসে পরিদর্শন করে আশ্বাস দিলেন সেচমন্ত্রী