Cyclone Remal Effect: রিমলের ধাক্কায় সবজি চাষ ক্ষতিগ্রস্ত, মাথায় হাত কৃষকদের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Cyclone Remal Effect: গ্রীষ্মকালীন ফসল হিসেবে পটল, ঝিঙে সহ একাধিক ফসল ফলিয়েছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-২ ব্লকের সবজি চাষিরা। এই সময় সবজি চাষের উপরেই নির্ভরশীল থাকেন এখানকার চাষিরা
পূর্ব বর্ধমান: ঘূর্ণিঝড় রিমলের ঝাপটায় ব্যাপক ক্ষতি সবজি চাষের। মাথায় হাত কৃষকদের। রাজ্যের ‘শস্য ভাণ্ডার’ বলে পরিচিত পূর্ব বর্ধমানের বিচ্ছিন্ন এলাকায় বহু কৃষক সবজি চাষ করেন। ঘূর্ণিঝড়ের জেরে ঝোড়ো হাওয়া এবং ব্যাপক বৃষ্টিতে জল দাঁড়িয়ে গিয়েছে চাষের জমিতে।
এখন গ্রীষ্মকালীন ফসল হিসেবে পটল, ঝিঙে সহ একাধিক ফসল ফলিয়েছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-২ ব্লকের সবজি চাষিরা। এই সময় সবজি চাষের উপরেই নির্ভরশীল থাকেন এখানকার চাষিরা। তবে সোমবার সারাদিন ঝড়, জল হওয়ার কারণে বর্তমানে ব্যাপক চিন্তায় পড়ে গিয়েছেন চাষিরা। এই প্রসঙ্গে পূর্বস্থলী এলাকার এক সবজি চাষি প্রসেনজিৎ দাস বলেন, ঝড়ের জন্য পটলের মাচা ভেঙে পড়েছে। এছাড়াও জমিতে জল জমে রয়েছে। বেশ কিছু পটল পড়ে গিয়েছে, সেগুলো আর বিক্রি করা যাবে না। আমার অনেকটা জমিতে পটল চাষ করেছি। কিন্তু এরপর কী হবে বুঝে উঠতে পারছি না।
advertisement
advertisement
সোমবার প্রায় সারাদিন ঝড় বৃষ্টির কারণে চাষের জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। এছাড়াও অতিরিক্ত ঝোড়ো হাওয়ার জন্য গাছের গোড়া আলগা হয়ে গিয়েছে। সবমিলিয়ে সবজির ব্যাপক ক্ষতি হবে সেই আশঙ্কা করছেন সবজি চাষিরা। অমর দাস নামের এক সবজি চাষি বলেন, অনেক পটল ঝরে পড়ে গিয়েছে। যদি সব গাছের গোড়া আলগা হয়ে যায় তাহলে বড় ক্ষতি হবে। বেশ কিছু মাচা ভেঙে গিয়েছে। আবার নতুন করে মাচা করতে হবে। তা নাহলে সব সবজি নষ্ট হয়ে যাবে। এই এলাকায় অনেক চাষি আছে সকলের একই অবস্থা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2024 1:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Remal Effect: রিমলের ধাক্কায় সবজি চাষ ক্ষতিগ্রস্ত, মাথায় হাত কৃষকদের