Cyclone Dana Effect: দানার প্রলয়ে কী এমন ঘটল নিউ দিঘায়! নেমে পড়ল নৌসেনা, ৭১ কিলোমিটার সমুদ্রতটে কী ঘটে গেল?

Last Updated:

Cyclone Dana Effect: নৌ বাহিনীর এই বিশেষ দলটি এসেছে বিশাখাপত্তনম থেকে। মোট তিনটি টিম এসেছে।

নেমে পড়ল নৌসেনা
নেমে পড়ল নৌসেনা
কলকাতা: ঘূর্ণিঝড় দানার মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে নামানো হল নৌ বাহিনীর বিশেষ দল। এছাড়া আকাশ পথে সমুদ্রে নজরদারি চালাবে উপকূল রক্ষী বাহিনী। সাইক্লোন চলে গেলেও, এই রাজ্যের নিউ দিঘা থেকে খেজুরি অবধি দীর্ঘ ৭১ কিলোমিটার সমুদ্রতট জুড়ে নৌ-বাহিনীর পাশাপাশি নজর রাখতে চলেছে ভারতীয় উপকূলীয় বাহিনী। হলদিয়া থেকে উপকূলীয় বাহিনীর জাহাজে নজর রাখা হচ্ছে। নৌ বাহিনীর এই বিশেষ দলটি এসেছে বিশাখাপত্তনম থেকে। মোট তিনটি টিম এসেছে।
এই দলের অন্যতম সদস্য  জানিয়েছেন, দুটি রেসকিউ টিম ও একটি ডাইভিং টিম নিয়ে আসা হয়েছে। ঝড়ের আগেই সমুদ্রের পাড় থেকে সরিয়ে ফেলা হয়েছিল একাধিক গ্রামের বাসিন্দাদের। তার পরেও যদি কেউ সমুদ্রে তলিয়ে যান তাহলে এই বিশেষ ডাইভিং টিম উদ্ধার কাজে নেমে পড়বেন। আর যদি কোথাও মাটির বাড়ি বা পাকা বাড়ির নীচে কেউ চাপা পড়ে যান বা দুর্ঘটনা ঘটে তাহলে নৌ-বাহিনীর এই বিশেষ দল কাজ করবে। গত কয়েকদিন ধরেই ডরনিয়ার বিমানে চেপে চক্কর কাটছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। মাঝ সমুদ্রে থাকা পণ্যবাহী জাহাজ ও ভেসেল যা আছে তাদের উপকূলে ফেরানোর ব্যবস্থা করানো হয়েছিল। দীর্ঘ সময় ধরে মাইকিং করেছিল।
advertisement
advertisement
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, নেভির দুটো ডাইভিং টিম, ৫ খানা ফ্লাড রিলিফ টিম ও বিশেষ নৌকা আনা হয়েছে। এই টিম থাকছে উড়িষ্যার উপকূলে। এছাড়া একটি ফ্লাড রিলিফ টিম বাংলা সীমান্তের কাছেই স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে। এই সব দল গাছ কেটে রাস্তা পরিষ্কার করা, আহতদের উদ্ধার করে নিয়ে আসা, রিলিফ মেটিরিয়াল পৌছে দেওয়ার কাজ করবে। এছাড়া নৌ বাহিনীর তরফ থেকে বিশাখাপত্তনমে প্রস্তুত আছে।
advertisement
এই নৌ বাহিনীর জাহাজ থেকে প্রয়োজনে এয়ারড্রপ করানোর ব্যবস্থা থাকছে। রাজ্য সরকার যখনই তাদের কাছে সাহায্য চাইবে ত্রাণ পাঠানো বা উদ্ধার কাজের জন্যে তখনই এই টিম ঝাঁপিয়ে পড়বে। এছাড়া চিকিৎসকদের একটি দল প্রস্তুত আছে। সাইক্লোনের পরেই তারা বিভিন্ন এলাকায় পৌছে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Dana Effect: দানার প্রলয়ে কী এমন ঘটল নিউ দিঘায়! নেমে পড়ল নৌসেনা, ৭১ কিলোমিটার সমুদ্রতটে কী ঘটে গেল?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement