রাতেও ঝড় অব্যাহত পূর্ব বর্ধমানে, অন্ধকারে বিস্তীর্ণ এলাকা

Last Updated:

বিস্তীর্ণ এলাকা বিদ্যুতহীন হয়ে পড়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মন্তেশ্বর বাজারে গাছ ভেঙ্গে দুই মহিলা সহ তিন জন আহত হয়েছেন। পূর্বস্থলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।

#বর্ধমান: আমফানের দাপটে বিদ্যুৎহীন পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। জেলার বেশিরভাগ এলাকাই অন্ধকারে ডুবে রয়েছে। তারই মধ্যে চলছে একটানা ঝড় বৃষ্টি। সন্ধ্যেতে ঝড়ের দাপট বেড়েছিল। রাতেও ঝড়ের সেই দাপট অব্যাহত রয়েছে। জেলায় ঝড়ের দাপটে বহু গাছ উপড়ে গিয়েছে। বহু বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। তার ছিঁড়ে গিয়েছে। তার ফলেই বিস্তীর্ণ এলাকা বিদ্যুতহীন হয়ে পড়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।  মন্তেশ্বর বাজারে গাছ ভেঙ্গে দুই মহিলা সহ তিন জন আহত হয়েছেন। পূর্বস্থলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
আমফানের দাপটে বিপর্যস্ত জেলার বহু এলাকাই। বর্ধমান শহরের বেশ কিছু জায়গায় গাছ উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে। বিদ্যুতের তার ঝুলে গিয়েছে। গলসি,আউসগ্রাম, জামালপুর,মেমারির বহু জায়গাতেই গাছ ভেঙে পড়েছে। বর্ধমান শহরের পাশাপাশি বিদ্যুৎহীন মেমারি, জামালপুর,মাধবডিহি, রায়না,খণ্ডঘোষ,ভাতারের বিস্তীর্ণ এলাকা। কোথায় কি ক্ষতি হয়েছে তার বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
advertisement
অন্যদিকে,আমফানের জেরে ঝড়ের কারণে রাস্তায় আটকে  পড়া সহায় সম্বলহীন ছয় পরিযায়ী  শ্রমিককে রাস্তা থেকে উদ্ধার করে অস্থায়ী  শিবিরে  নিয়ে গিয়েছে পুলিশ।  নদীয়া ও  মুর্শিদাবাদ জেলার  বাসিন্দা ওই পরিযায়ী  শ্রমিকরা  মধ্যপ্রদেশের শিবপুরি  জেলা থেকে আসছিলেন।  বাড়ি ফেরবার জন্য তাঁরা কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটে পৌঁছান। আমফানের  কারণে ফেরি সার্ভিস বন্ধ থাকায় তাঁরা কাটোয়া শহরে আটকে পড়েন । পুলিশের নজরে এলে ছয় শ্রমিককে  কাশীরামদাস বিদ্যালয়ে কাটোয়া পুরসভার  তৈরি  অস্থায়ী  শিবিরে নিয়ে যাওয়া হয়।  শ্রমিকদের খাবারের ব্যবস্থা করেছে পুলিশ।  কাটোয়া মহকুমা হাসপাতালে ওই  শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শ্রমিকদের বক্তব্য, এ সি মেশিনের  মিস্ত্রি  হিসেবে  মধ্যপ্রদেশে কাজে গিয়েছিলেন তাঁরা। লকডাউনের জেরে  আটকে পড়েছিলেন। খাওয়ার কষ্ট শুরু হওয়ায়   প্রাণে বাঁচতে মালবাহী লরিতে চেপে বর্ধমান হয়ে  কাটোয়া  ফেরিঘাটে পৌঁছান।
advertisement
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতেও ঝড় অব্যাহত পূর্ব বর্ধমানে, অন্ধকারে বিস্তীর্ণ এলাকা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement