• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • ছাত্রছাত্রীদের কাছে নয়, বিডিও অফিস চত্বরে পড়ে রয়েছে সবুজ সাথী প্রকল্পের কয়েকশো সাইকেল

ছাত্রছাত্রীদের কাছে নয়, বিডিও অফিস চত্বরে পড়ে রয়েছে সবুজ সাথী প্রকল্পের কয়েকশো সাইকেল

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

সবুজ সাথী প্রকল্পের সাইকেল। কিন্তু তা ছাত্রছাত্রীদের কাছে নয়, শয়ে শয়ে পড়ে আছে বিডিও অফিস চত্বরে।

 • Share this:

  #দিনাজপুর: সবুজ সাথী প্রকল্পের সাইকেল। কিন্তু তা ছাত্রছাত্রীদের কাছে নয়, শয়ে শয়ে পড়ে আছে বিডিও অফিস চত্বরে। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বাসিন্দাদের দাবি, সাইকেল পেলে উপকৃত হত পড়ুয়ারা। তবে বিডিও-র দাবি, সাইকেলগুলি নষ্ট থাকায় বিতরণ করা হয়নি।

  আরও পড়ুন: পুরীর জগন্নাথ দর্শনে বাধা রাষ্ট্রপতির স্ত্রীকে, সামনে এল চাঞ্চল্য়কর তথ্য

  গতিহীন সাইকেলগুলির দেখা মিলবে উত্তরদিনাজপুরের গোয়ালপোখর বিডিও অফিস চত্বরে। সবুজ সাথী প্রকল্পে জেলায় বহু ছাত্র ছাত্রী সাইকেল পেয়েছে ইতিমধ্যেই। সাইকেল পাননি এরকম পড়ুয়ার সংখ্যাও কম নয়। এখানেই প্রশ্ন , তাহলে কেন রোদে-জলে নষ্ট হচ্ছে এতগুলো সাইকেল?

  আরও পড়ুন: আন্দোলনকারীদের দাবি মানল বিশ্ববিদ্যালয়, যাদবপুরে এন্ট্রান্স পরীক্ষার সিদ্ধান্ত ইসি-র

  বিডিও-র অবশ্য দাবি, এগুলি পুরনো ও নষ্ট সাইকেল। মু্খ্যমন্ত্রীর স্বপ্নের সবুজ সাথী প্রকল্পের সাইকেল পেলে উপকার পাবেন অনেক ছাত্রছাত্রী। বিডিও-র আশ্বাসের পর এখন নতুন সাইকেল পাওয়ার অপেক্ষা।

  আরও পড়ুন: বাড়ি ফেরার পথে উবর থেকে নিখোঁজ মা-মেয়ে

  First published: