ছাত্রছাত্রীদের কাছে নয়, বিডিও অফিস চত্বরে পড়ে রয়েছে সবুজ সাথী প্রকল্পের কয়েকশো সাইকেল
Last Updated:
সবুজ সাথী প্রকল্পের সাইকেল। কিন্তু তা ছাত্রছাত্রীদের কাছে নয়, শয়ে শয়ে পড়ে আছে বিডিও অফিস চত্বরে।
#দিনাজপুর: সবুজ সাথী প্রকল্পের সাইকেল। কিন্তু তা ছাত্রছাত্রীদের কাছে নয়, শয়ে শয়ে পড়ে আছে বিডিও অফিস চত্বরে। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বাসিন্দাদের দাবি, সাইকেল পেলে উপকৃত হত পড়ুয়ারা। তবে বিডিও-র দাবি, সাইকেলগুলি নষ্ট থাকায় বিতরণ করা হয়নি।
গতিহীন সাইকেলগুলির দেখা মিলবে উত্তরদিনাজপুরের গোয়ালপোখর বিডিও অফিস চত্বরে। সবুজ সাথী প্রকল্পে জেলায় বহু ছাত্র ছাত্রী সাইকেল পেয়েছে ইতিমধ্যেই। সাইকেল পাননি এরকম পড়ুয়ার সংখ্যাও কম নয়। এখানেই প্রশ্ন , তাহলে কেন রোদে-জলে নষ্ট হচ্ছে এতগুলো সাইকেল?
advertisement
advertisement
বিডিও-র অবশ্য দাবি, এগুলি পুরনো ও নষ্ট সাইকেল। মু্খ্যমন্ত্রীর স্বপ্নের সবুজ সাথী প্রকল্পের সাইকেল পেলে উপকার পাবেন অনেক ছাত্রছাত্রী। বিডিও-র আশ্বাসের পর এখন নতুন সাইকেল পাওয়ার অপেক্ষা।
আরও পড়ুন: বাড়ি ফেরার পথে উবর থেকে নিখোঁজ মা-মেয়ে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2018 5:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছাত্রছাত্রীদের কাছে নয়, বিডিও অফিস চত্বরে পড়ে রয়েছে সবুজ সাথী প্রকল্পের কয়েকশো সাইকেল