East Bardhaman News: বিদ্যুৎ সংযোগ কাটার হুমকি দিয়ে সাইবার প্রতারণা, গুসকরায় বিপুল ক্ষতি স্বাস্থ্যকর্মীর

East Bardhaman News: গুসকরা শহরে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর নামে সাইবার প্রতারণার শিকার হয়ে বিপুল অর্থ খোয়ালেন এক স্বাস্থ্যকর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাজ্য জুড়ে বাড়তে থাকা সাইবার অপরাধের ভয়াবহ চিত্র সামনে এল।
advertisement
পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: গুসকরা শহরে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর নামে সাইবার প্রতারণার শিকার হয়ে বিপুল অর্থ খোয়ালেন এক স্বাস্থ্যকর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাজ্য জুড়ে বাড়তে থাকা সাইবার অপরাধের ভয়াবহ চিত্র সামনে এল। প্রতারকরা কখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি, কখনও পুলিশের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে মানসিক চাপে ফেলে মুহূর্তের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে বলে অভিযোগ।
গুসকরা ফাঁড়ি 
সাম্প্রতিক ঘটনায় প্রতারণার শিকার হয়েছেন গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এমটি ল্যাবরেটরি বিভাগের কর্মী জ্যোর্তিময় সামন্ত। তিনি গুসকরা শহরের ৯ নম্বর ওয়ার্ডের সংহতিপল্লী এলাকার বাসিন্দা। গত ২৫ ডিসেম্বর রাতে এই ঘটনা ঘটে। ঘটনার পাঁচ দিন পর, ৩০ ডিসেম্বর তিনি গুসকরা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
advertisement
জ্যোর্তিময় সামন্ত জানান, ঘটনার দিন সকাল প্রায় ১১টা নাগাদ একটি অপরিচিত নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ইউপিআই-এর মাধ্যমে বিদ্যুৎ বিল জমা দেওয়ার প্রক্রিয়া আপডেট না থাকায় তাঁর বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে। বিষয়টি ঠিক করতে হোয়াটসঅ্যাপে পাঠানো একটি বিশেষ অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। তিনি সন্দেহ প্রকাশ করতেই তাঁকে পুলিশ পাঠিয়ে গ্রেফতার করার হুমকি দেওয়া হয়।
advertisement
advertisement
আতঙ্কের মধ্যে পড়ে তিনি প্রতারকদের পাঠানো অ্যাপটি ডাউনলোড করেন। তার কিছুক্ষণের মধ্যেই মোবাইলে একের পর এক এসএমএস আসে। সেই এসএমএস থেকেই তিনি জানতে পারেন, তাঁর দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা তুলে নেওয়া হচ্ছে। অভিযোগ অনুযায়ী, মাত্র পাঁচ মিনিটের মধ্যেই চার দফায় ২৫ হাজার ও ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৯৫ হাজার টাকা তুলে নেওয়া হয়। কিছু সময়ের জন্য তাঁর ফোন বন্ধও হয়ে যায়।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা কীভাবে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিল এবং টাকা কোন অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জেলার এক সাইবার বিশেষজ্ঞ আধিকারিক জানান, ভারতীয় আইনে ‘ডিজিটাল অ্যারেস্ট’ নামে কোনও বিষয় নেই। হোয়াটসঅ্যাপে পাঠানো .apk ফাইল ডাউনলোড করিয়েই মূলত ফোন হ্যাক করা হয়। এই ধরনের ফোন এলে সঙ্গে সঙ্গে থানায় জানানোই একমাত্র নিরাপদ পথ বলে তিনি সতর্ক করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বিদ্যুৎ সংযোগ কাটার হুমকি দিয়ে সাইবার প্রতারণা, গুসকরায় বিপুল ক্ষতি স্বাস্থ্যকর্মীর
Next Article