নোট বাতিলের জেরে নয়া হেনস্তার মুখে যৌনকর্মীরা

Last Updated:

নোট বাতিলের প্রভাব পরল নিষিদ্ধ পল্লিতে। দুর্ভোগে পড়েছেন যৌনকর্মীরাও ৷ বেশিরভাগ যৌনকর্মীদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় এখানে লেনদেন চলে নগদেই।

#শেওড়াফুলি: নোট বাতিলের প্রভাব পরল নিষিদ্ধ পল্লিতে। দুর্ভোগে পড়েছেন যৌনকর্মীরাও ৷ বেশিরভাগ যৌনকর্মীদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় এখানে লেনদেন চলে নগদেই। সেই সুযোগে এক শ্রেণীর দালাল ব্যবসা জমাচ্ছে যৌন পল্লিতে। ১০০০ নিয়ে ৮০০, ৫০০ নিয়ে ৪০০ এই ভাবেই বিনিময়ের ব্যবসা জমিয়ে তুলেছে দালাল চক্র।
অ্যাকাউন্ট না থাকায় বাধ্য হয়েই গচ্ছিত টাকা ভাঙিয়ে নিচ্ছেন যৌনকর্মীরা। ঘরে টাকা আছে কিন্তু উনুন জ্বলছে না, শিশুদের খাবার কেনার পয়সাও মিলছে না অনেক সময়। উপায় নেই, নোটের এই ডামাডোলে গ্রাহক কমেছে যৌন জন বস্তিতে । গ্রাহক এলেও সেই ৫০০-১০০০ টাকার অচল নোট নিয়ে সমস্যায় পড়ছেন যৌনকর্মীরা। অ্যাকাউন্ট না থাকলেও ব্যাঙ্কে গেলে বাতিল নোট ভাঙিয়ে চার হাজার পাওয়া যাচ্ছে। সমাজ থেজে দূরে থাকা শেওড়াফুলি গরবাগানের যৌন কর্মীরা অভ্যাসের কারনে ব্যাঙ্কে যেতে কুন্ঠা বোধ করছেন,তার সুযোগেই নোট দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে।
advertisement
এর থেকে থেকে কিছুটা বিপরীত চিত্র দেখা গেল কলকাতার সোনাগাছিতে ৷ নোট বাতিলের জেরে যখন দেশের বিভিন্ন ব্যবসায়ীদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেখানেই রমরমিয়ে চলছে সোনাগাছির ব্যবসা ৷ খুচরোর অভাবে যেখানে সাধারণ মানুষের মাথায় হাত সেখানেই চুটিয়ে ব্যবসা চলছে নিষিদ্ধপল্লীতে ৷ মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলর প্রভাব পড়েনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রেড লাইট এলাকায় ৷
advertisement
advertisement
দুর্বার মহিলা সমন্বয় কমিটি’র চিফ মেন্টার ভারতী দে জানিয়েছেন, ‘সোনাগাছির ব্যবসায় নোট বাতিলের কোনও প্রভাবই পড়েনি ৷ এর মূল কারণ সোনাগাছির যৌন কর্মীরা নোট বাতিল হওয়ার পরও কাস্টমারদের কাছ থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট নিচ্ছেন ৷ পরে যৌনকর্মীদের জন্য তৈরি উষা মাল্টিপার্পাস কো-অপারেটিভ ব্যাঙ্কের মাধ্যমে সেই টাকা ভাঙিয়ে নিচ্ছেন তারা ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নোট বাতিলের জেরে নয়া হেনস্তার মুখে যৌনকর্মীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement