Purulia News : টমেটো চাষ করে বিপাকে চাষিরা ,শুনুন কী বলছেন তারা!
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Sovan Goswami
Last Updated:
প্রতি কেজি টমেটো এক টাকা থেকে দেড় টাকা কোনও কোনও জায়গায় পঞ্চাশ পয়সা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। চাষ করে তারা বিরাট সমস্যার মুখে পড়েছেন। ব্যাপক হারে চাষ হওয়ার কারণে এবারের টমেটোর দাম নেই।
পুরুলিয়া : মূলত এক ফসলের জমিতে পরিপূর্ণ জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। তাই জেলার কৃষকেরা সবসময় চেষ্টা করে থাকেন এই রুক্ষ জমিতে নানাবিধ ফসল চাষ করে লাভ করার। অনেক ক্ষেত্রেই তারা চাষের নতুন দিশা দেখাচ্ছেন। বহু চাষিঅসাধ্য সাধন করে দেখাচ্ছেন। কিন্তু আবার কোনও কোনও ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হচ্ছে তাদের। এবার টমেটো চাষ করে বিরাট বিপাকে পড়েছেন জেলার চাষিরা। লাভ তো দূর যা লোকসান হচ্ছে তাতে মাথায় হাত পড়েছে তাদের।
এ বিষয়ে জেলার চাষিরা জানান , বছরের এই সময় তারা টমেটো চাষ করে থাকেন। মোটামুটি লাভ হয় তাদের। তবে এ-বছর টমেটো চাষ করে তাদের অনেকটাই লোকসান হয়েছে। প্রতি কেজি টমেটো এক টাকা থেকে দেড় টাকা কোনও কোনও জায়গায় পঞ্চাশ পয়সা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। চাষ করে তারা বিরাট সমস্যার মুখে পড়েছেন। ব্যাপক হারে চাষ হওয়ার কারণে এবারের টমেটোর দাম নেই। তাই বাধ্য হয়ে তারা নিজেদের চাষ করা টমেটো গবাদি পশুকে খাইয়ে দিচ্ছেন। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
advertisement
গ্রীষ্ম হোক কিংবা শীত টমেটোর চাহিদা বরাবরই থাকে হেঁসেলে। ঋতু পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে ওঠা-নামা করে এই সবজির দাম। বহু চাষি তাই এই সবজির চাষ করে থাকেন। জেলা পুরুলিয়াতেও টমেটো চাষের বিরাট চাহিদা রয়েছে।
আরও পড়ুন : চড়ক উৎসবে এ কী কাণ্ড! শহর থেকে গ্রাম, দূর-দূরান্ত থেকে ঢল নামছে কাতারে কাতারে মানুষের, হচ্ছেটা কী?
advertisement
অন্যান্য বছর টমেটো চাষ করে লাভবান হন জেলা চাষিরা। এ-বছর তাদের মুখে হতাশার ছাপ। কারণ এ-বছর এই টমেটো চাষ তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই লোকসান হয়ে গিয়েছে তাদের। এই ক্ষতিপূরণ তারা কী ভাবে করবেন সেই চিন্তাতেই চাষিরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 16, 2025 3:09 PM IST







