কে, কোন দায়িত্বে ছিলেন? ট্রেন দুর্ঘনায় সিআরএসের তদন্ত শুরু, রেকর্ড করা হচ্ছে বয়ান
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
সিআরএস (কমিশনার অফ রেলওয়ে সেফটি) এএম চৌধুরী ও তাঁর টিম জিজ্ঞাসাবাদ করছেন। রেকর্ড করা হচ্ছে বয়ান।
খড়গপুর: বালেশ্বরের ট্রেন দুর্ঘনায় শুরু তদন্ত। শুরু হয়েছে প্রত্য়ক্ষদর্শী ও রেলকর্মীদের জিজ্ঞাসাবাদ। সিআরএস (কমিশনার অফ রেলওয়ে সেফটি) এএম চৌধুরী ও তাঁর টিম জিজ্ঞাসাবাদ করছেন। রেকর্ড করা হচ্ছে বয়ান। রেলের দুর্ঘটনার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের তদন্ত করে সিআরএস। রেলের স্টাফদের কার কী ভূমিকা তাও খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে এক্ষেত্র তাঁদের বয়ান সবথেকে গুরুত্বপূর্ণ। কে কী দায়িত্বে ছিলেন, দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে কে কী করছিলেন জানা হচ্ছে সবটাই।
অন্য়দিকে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেল বোর্ড, এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভুবনেশ্বরের রেল সদনে একটি সাংবাদিক বৈঠক করেন রেলমন্ত্রী। সেখানেই এই খবর জানান তিনি। রেলমন্ত্রী বলেন, ঘটনার গুরুত্ব মাথায় রেখে এবং প্রশাসনের কাছে যে তথ্য রয়েছে, তার ভিত্তিতে রেলওয়ে বোর্ড এই মামলার তদন্ত সিবিআইয়ের কাছে হস্তান্তর করার সুপারিশ করেছে।
advertisement
advertisement
সিবিআই তদন্তের বিষয়টির পরেই উঠছে একাধিক প্রশ্ন। রেলমন্ত্রী নিজেই জানিয়েছেন, পয়েন্ট মেশিনের সেটিং পরিবর্তন করা হয়েছিল। কীভাবে এবং কেন এটি করা হয়েছিল তা তদন্ত প্রতিবেদনে প্রকাশ করা হবে। ভয়াবহ ঘটনার মূল কারণ চিহ্নিত করা হয়েছে। আমি বিস্তারিত জানাতে চাই না। রিপোর্ট আসুক। আমি শুধু বলব যে অপরাধমূলক কাজের মূল কারণ এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে।
advertisement
রেলওয়ের শীর্ষ কর্মকর্তারা পয়েন্ট মেশিন এবং ইন্টারলকিং সিস্টেম কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করার সময় বাইরের কারও হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। রেলওয়ে বোর্ডের অপারেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের সদস্য জয়া ভার্মা সিনহা বলেন, ‘এটিকে একটি ফেল-সেফ সিস্টেম বলা হয়। এর মানে হল, এটি ব্যর্থ হলেও সমস্ত সংকেত লাল হয়ে যাবে এবং সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে৷ রেলমন্ত্রী যেমনটা বলেছেন, সিগন্যালিং সিস্টেমে সমস্যা আছে, এটাও হতে পারে যে কেউ তারগুলি না দেখে কিছু খনন করেছে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2023 11:04 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কে, কোন দায়িত্বে ছিলেন? ট্রেন দুর্ঘনায় সিআরএসের তদন্ত শুরু, রেকর্ড করা হচ্ছে বয়ান