Crocodiles Attack: কুমিরের সঙ্গে ভয়ঙ্কর লড়াই! শেষপর্যন্ত যেভাবে প্রাণে বাঁচলেন মত্সজীবী...জানলে আঁতকে উঠবেন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
কুমিরের সঙ্গে লড়াই করে এক মৎস্যজীবীকে প্রাণে বাঁচালেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ছোট রাক্ষসখালির বাসিন্দা তাপস দাস মৃদঙ্গভাঙা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।
পাথরপ্রতিমা: কুমিরের সঙ্গে লড়াই করে এক মৎস্যজীবীকে প্রাণে বাঁচালেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ছোট রাক্ষসখালির বাসিন্দা তাপস দাস মৃদঙ্গভাঙা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।
সেখানেই তাঁকে আচমকা আক্রমণ করে কুমির। কুমিরের সঙ্গে লড়াই করে মৎস্যজীবীকে প্রাণে বাঁচাল অন্য মৎস্যজীবীরা। ঘটনাটি পাথরপ্রতিমার। বর্তমানে তাপস দাস নামের ওই মৎস্যজীবী হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
বৃষ্টি উপেক্ষা করেই চাঁদপাতা ঘাট থেকে পশ্চিম স্লুইস গেটের কাছে জগদ্দল নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। আচমকা টের পান পায়ে কিছু একটা কামড়ে ধরেছে। মুহূর্তে তাঁকে নদীতে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে দৈত্যাকার কুমির। আত্মরক্ষায় কুমিরের সঙ্গে একপ্রকার লড়াইয়ের পাশাপাশি আতঙ্কে আর্তনাদ করতে থাকেন তাপস।
advertisement
শব্দ পেয়েই আশপাশের মৎস্যজীবীরা এসে জাল ফেলে কুমিরটিকে বন্দি করে ফেলে। বিপদ বুঝে আহত মৎস্যজীবীকে ছেড়ে কুমিরটি জাল কেটে পালিয়ে যায়। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ওই মৎস্যজীবীকে নদী থেকে উদ্ধার করে পাথরপ্রতিমা মাধবনগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
advertisement
সেখান থেকে রাতে তাঁকে কাকদ্বীপ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তাকে সেখান থেকে পাঠানো হয় এসএসকেএম-এ। কুমিরের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরতে পারবেন, তা ভাবতেই পারেননি তাপস। প্রসঙ্গত, সুন্দরবন ও সংলগ্ন এলাকায় জলে কুমির আর ডাঙায় বাঘ আতঙ্ক দিনভর। তা সত্ত্বেও ঝুঁকি নিয়েই নিয়মিত মৎস্যজীবীরা মাছ, কাঁকড়া ধরতে যান। বিপদের মুখেও পড়তে হয়।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2024 1:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crocodiles Attack: কুমিরের সঙ্গে ভয়ঙ্কর লড়াই! শেষপর্যন্ত যেভাবে প্রাণে বাঁচলেন মত্সজীবী...জানলে আঁতকে উঠবেন