Crime News: হাসপাতালে ১৩ মাসের লড়াই শেষ ১৯ বছরের গৃহবধূর, কী হয়েছিল জানলে চোখের জল আটকাবে না

Last Updated:

Crime News: গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে খুন করার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ১৩ মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরে অবশেষে মৃত্যু হয় গৃহবধূর।

হাসপাতালে ১৩ মাসের লড়াই শেষ ১৯ বছরের গৃহবধূর. প্রতীকী ছবি৷
হাসপাতালে ১৩ মাসের লড়াই শেষ ১৯ বছরের গৃহবধূর. প্রতীকী ছবি৷
শান্তিপুর: গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে খুন করার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ১৩ মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরে অবশেষে মৃত্যু হয় গৃহবধূর। জানা যায়, মৃত গৃহবধূর নাম আহ্লাদী হালদার, বয়স আনুমানিক ১৯ বছর। ওই গৃহবধূর এক বছর সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে। গৃহবধূর শ্বশুর বাড়ি শান্তিপুর ব্লকের নৃসিংহপুর মধ্য কলোনিতে, বাবার বাড়ি নৃসিংহপুর ইন্দিরা বসন এলাকায়। বাবা কেষ্ট হালদারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী উত্তম দত্তের অত্যাচার সহ্য করতে হত তাঁদের মেয়েকে, মাঝেমধ্যেই মেয়ে তাঁদের কাছে এসে আশ্রয় নিত, কিন্তু সংসার করার তাগিদে আবারও তাঁকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়।
এক বছর এক মাস আগে ভাসুর ও জা মিলে  গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন মৃত ওই গৃহবধূর বাবা। খবর পেতেই ছুটে আসে গৃহবধূর বাবা। এরপর শ্বশুরবাড়ি থেকে তাঁদের মেয়েকে উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে, সেখানে অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় শক্তিনগর জেলা হাসপাতাল। তারপর থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল গৃহবধূ, অবশেষে বেলা বারোটা নাগাদ মৃত্যু হয় গৃহবধূর। বাবা কেষ্ট হালদারের অভিযোগ ঘটনার পরেই শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন শান্তিপুর থানায়, কিন্তু জামিনে তাঁরা ছাড়া পেয়ে যায়। এখন তাঁদের মেয়ের মৃত্যু হাওয়াই আরও একবার খুনের অভিযোগ দায়ের করবে বলে জানান তাঁরা।
advertisement
advertisement
স্বভাবতই গৃহবধুর মৃত্যুর ঘটনায় শোকাহত গোটা এলাকা, এছাড়াও কান্নায় ভেঙে পড়ে গৃহবধূর বাবার বাড়ির পরিবার। এদিন মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: হাসপাতালে ১৩ মাসের লড়াই শেষ ১৯ বছরের গৃহবধূর, কী হয়েছিল জানলে চোখের জল আটকাবে না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement