Crime News: রক্তে ভাসছে ঘর! মা-ছেলেকে নৃশংসভাবে খুন করেই চম্পট বাবা, হাড়হিম কাণ্ডে এলাকায় শোক-হাহাকার
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Crime News: ঢোলাহাটে মা ও ছেলেকে নৃশংসভাবে খুন করল পলাতক বাবা! এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতরা হলেন মনোয়ারা বিবি (৪০) ও তার ছেলে আনোয়ার হালদার (৭)।
ঢোলাহাট, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ঢোলাহাটে মা ও ছেলেকে নৃশংসভাবে খুন করল পলাতক বাবা! এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতরা হলেন মনোয়ারা বিবি (৪০) ও তার ছেলে আনোয়ার হালদার (৭)। এই ঘটনায় মৃতের পরিবারের কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গিয়েছে।
জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার অন্তর্গত চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায় স্থানীয় বাসিন্দারা সকালে বাড়ির ভিতরে মা ও ছেলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
আরও পড়ুন-রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো…! ভুলেও দাঁতে কাটবেন না এই খাবার, মা লক্ষ্মী রুষ্ট হলেই ঘোর অমঙ্গল, চরম বিপর্যয়ে জীবন ছারখার
ঘটনার পর থেকে পলাতক নিহত মহিলার স্বামী ফিরোজ হালদার। স্থানীয় সূত্রের খবর, ফিরোজ কোনও কাজ করত না। মনোয়ারা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। তার আয়ের সংসার চলত। তা নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই গন্ডগোল লেগেই থাকত। গতকাল রাতেও গন্ডগোল হয়। এরপর শ্বাসরোধ করে কুপিয়ে স্ত্রী ও ছেলেকে খুন করে পালিয়ে যায় ফিরোজ।
advertisement
advertisement
আরও পড়ুন-মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় এই ৪ রাশি…! চাকরিতে প্রমোশন, বাড়বে মোটা টাকা বেতন, লক্ষ্মীর আশীর্বাদে উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, আপনার ভাগ্যে কী
তাকে খোঁজার জন্য শুরু হয়েছে চিরুনি তল্লাশি। তদন্তকারীরা জানাচ্ছেন, ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। এই ঘটনায় গোটা এলাকা থমথমে। পুলিশ জানাচ্ছে, স্বামীর ভূমিকার পাশাপাশি এই পরিবারের সঙ্গে অন্য কারও শত্রুতা ছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
এলাকায় বর্তমানে কড়া পুলিশি পাহাড়া দেওয়া হচ্ছে। স্থানীয়রাও ভিড় জমিয়েছেন সেখানে। ঢোলাহাট থানার আইসির নেতৃত্বে এলাকায় বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে। দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের দাবিও জানিয়েছে স্থানীয়রা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2025 2:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: রক্তে ভাসছে ঘর! মা-ছেলেকে নৃশংসভাবে খুন করেই চম্পট বাবা, হাড়হিম কাণ্ডে এলাকায় শোক-হাহাকার