Credit Card: ক্রেডিট কার্ডের জন্য ফোন আসছে? তা ধরেই অ্যাকাউন্ট ফাঁকা! ভয়ঙ্কর ঘটনা চন্দ্রকোনায়

Last Updated:

Credit Card: জানা গিয়েছে, চন্দ্রকোনা পৌরসভার আলমপুরের বাসিন্দা পার্বতী মাইতির দাবি, কয়েকদিন আগেই তার মোবাইলে একটি ফোন আসে পঞ্জাব ব্যাঙ্কের নাম করে।

খুব সাবধান!
খুব সাবধান!
সুকান্ত চক্রবর্তী, চন্দ্রকোনা: ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে গ্রাহককে ফোন। তারপরে গ্রাহকের মোবাইল অ্যাকাউন্ট থেকে দুই দফায় প্রায় কুড়ি হাজার টাকা গায়েব। আবারও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার আলমপুরে। যদিও ব্যাঙ্কের দাবি, আধার কার্ডের মাধ্যমেই এই টাকা জালিয়াতি হয়েছে। এমনটাই ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহককে জানিয়েছে।
জানা গিয়েছে, চন্দ্রকোনা পৌরসভার আলমপুরের বাসিন্দা পার্বতী মাইতির দাবি, কয়েকদিন আগেই তার মোবাইলে একটি ফোন আসে পঞ্জাব ব্যাঙ্কের নাম করে। তাঁকে বলা হয় আপনার নামে একটি নতুন ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছে, আপনি ক্রেডিট কার্ডটি নিতে কি ইচ্ছুক? কিন্তু পার্বতীবাবু জানিয়ে দেন, তার অন্য ক্রেডিট কার্ড আছে। তিনি ক্রেডিট কার্ড নিতে ইচ্ছুক নন।
advertisement
advertisement
অপর প্রান্তের ব্যক্তির সঙ্গে তিনি যখন কথা বলছেন, ঠিক তখনই মোবাইলে পরপর দুটি মেসেজ আসে। মেসেজে দেখা যায় এসবিআই ক্রেডিট কার্ড থেকে দুই দফায় টাকা কাটা হচ্ছে। প্রথম দফায় ৯৭২৮ টাকা, দ্বিতীয় দফায় ৯৭৮০ টাকা। তৎক্ষণাৎ পার্বতীবাবু বুঝতে পারেন যে, তিনি প্রতারণার শিকার হয়েছেন।
advertisement
অপর প্রান্তের ব্যক্তির ফোনটি কেটে দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে পার্বতীবাবু। তাঁর আরও দাবি, ওই ব্যক্তির ফোন কাটার পরে অটোমেটিক্যালি তাঁর মোবাইলে সুইচ অফ হয়ে যায়, কিন্তু তাঁর মোবাইল অন হলে তিনি আর সেই নম্বরটি দেখতে পাননি। দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করলে ব্যাঙ্ক লিখিত আকারে সমস্ত বিষয়টি জানানোর কথা বলেন, এমনকি এসবিআই-এর ক্রেডিট কার্ড দফতরেও লিখিত আকারে আবেদন জানান। পুলিশেও অভিযোগ জানান। গোটা ঘটনায় চন্দ্রকোনা জুড়ে চাঞ্চল্য পড়ে গিয়েছে। এদিকে পার্বতীবাবুর দাবি, তাঁর কষ্টের উপার্জনের টাকা যেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে ফেরত দেন। টাকা ফেরতের আশায় বিভিন্ন দফতরে লিখিত আকারে অভিযোগ জানাচ্ছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Credit Card: ক্রেডিট কার্ডের জন্য ফোন আসছে? তা ধরেই অ্যাকাউন্ট ফাঁকা! ভয়ঙ্কর ঘটনা চন্দ্রকোনায়
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement