CPIM Dipsita Dhar: দাঁতচাপা লড়াই, রাস্তায় ফেলে মার দীপ্সিতাকে, নেত্রীর মা'কে চড়! ঘটনা শুনলে আঁতকে উঠবেন

Last Updated:

CPIM Dipsita Dhar: পঞ্চায়েত ভোটের শেষলগ্নে দুষ্কৃতীদের হাতে মার খান সিপিএম নেত্রী দীপ্সিতা। বাদ যাননি তাঁর মা দীপিকা ধরও।

দীপ্সিতা ও দীপিকা ধর
দীপ্সিতা ও দীপিকা ধর
বালি: পঞ্চায়েত নির্বাচন ২০২৩-এ রক্ত ঝড়েছে গোটা রাজ্যে। একাধিক মৃত্যু ও আহতের ঘটনা প্রকাশ্যে এসেছে। মার খেতে বাদ যাননি সিপিআইএম যুব নেত্রী দীপ্সিতা ধরও। পঞ্চায়েত ভোটের শেষলগ্নে দুষ্কৃতীদের হাতে মার খান সিপিএম নেত্রী দীপ্সিতা। মার খেতে হয়েছে এলাকার সিপিএম প্রার্থীকেও।
জানা গিয়েছে, বালির নিশ্চিন্দা ঘোষপাড়ায় নিজের স্কুল মিথিলা বালিকা বিদ্যালয়ের একটি বুথে ভোট চলছিল। দীপ্সিতার অভিযোগ, এলাকার তৃণমূল নেতা দলবল নিয়ে বুথে এসে উপস্থিত হন। হামলা চালানো হয় দীপ্সিতা এবং এলাকার সিপিএম পঞ্চায়েত প্রার্থী আশিস কংসবণিকের উপর।
আরও পড়ুন: তৃণমূলের অনায়াস জয় নাকি বিজেপির ঝুলিতে যাবে আসন? রাজ্যসভা নির্বাচন নিয়ে বড় খবর
দীপ্সিতার বক্তব্য, ‘ওদের পরিকল্পনা ছিল আমাদের মারধর করে বুথ দখল করার। যদিও সেই পরিকল্পনা সফল হয়নি’। শেষ পর্যন্ত বুথ আগলে রাখা গিয়েছে বলেই জানিয়েছেন সিপিএন নেত্রী। অন্যদিকে, ছাপ্পা ভোট আটকাতে গিয়ে আক্রান্ত হন দীপ্সিতার মা দীপিকা ধর। জানা গিয়েছে, দীপ্সিতার মা ভোটকেন্দ্রে গিয়ে ছাপ্পা আটকাতে গেলে তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয় ফোন। ভেঙে দেওয়া হয় চশমাও।
advertisement
advertisement
আরও পড়ুন: ডিমভরা ইলিশ খাওয়া ভাল? ইলিশের ডিম খেলে শরীরে কী হয় জানুন
শুধু তাই নয়, আরও কয়েকজন সিপিএম কর্মীকেও বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। একজনের কান কেটে রক্তও বেরিয়ে গিয়েছে। সিপিএম কর্মী-সমর্থকদের দাবি, যাঁরা এই কাজের সঙ্গে যুক্ত তাঁরা সকলেই বহিরাগত। এবং শাসকদলের দুষ্কৃতী। দীপিকা ধর জানান, ‘সকাল থেকেই টুকটাক ছাপ্পা চলছিল। আমরা বসেছিলাম। পরে শুনি দুর্গাপুরে ব্যাপকহারে ছাপ্পা ভোট চলছে। আমি আর আমার নির্বাচনী এজেন্ট হিন্দি স্কুলে যাই। সেখানে যেতেই এক মহিলা আমাদের ভিতরে ঢুকতে বাধা দেন। তখন আমি কেন্দ্রীয় বাহিনীকে অভিযোগ জানাতে যাই। সেই সময় ভিতর থেকে একদল পুরুষ যাঁরা এলাকার বহিরাগত সকলে এসে আমাদের আক্রমণ করল। আমার গালে চড় মেরেছে।’ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM Dipsita Dhar: দাঁতচাপা লড়াই, রাস্তায় ফেলে মার দীপ্সিতাকে, নেত্রীর মা'কে চড়! ঘটনা শুনলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement