CPIM: হঠাৎ CPIM অফিসে বোমা বিস্ফোরণ! ভয়ে কেঁপে উঠল দুর্গাপুর, ভয়াবহ ঘটনা

Last Updated:

CPIM: বনধের বিকেলে এসে চরম উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর! বামেদের কার্যালয়ে পড়ল বোমা।

+
ধোঁয়ায়

ধোঁয়ায় ঢেকেছে রাস্তা।

দুর্গাপুর: বুধবার বনধের কারণে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে জেলায়। সাতসকালে দুর্গাপুরের বেনাচিতি বাজারে ছড়িয়েছিল উত্তেজনা। কিন্তু দুপুরের পর আরও বেশি উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এদিন একটি পদযাত্রা করছিলেন ডিওয়াইএফআইয়ের কর্মী সমর্থকরা। সে সময়েই বনধের প্রতিবাদে একটি মিছিল চলছিল শহরে। তাদের সঙ্গে বচসা শুরু হয় বাম কর্মী সমর্থকদের। তারপর আরও ছড়িয়ে পড়ে উত্তেজনা।
অভিযোগ,আরজি কর কাণ্ডের প্রতিবাদে এদিন বুধবার বিমল দাশগুপ্ত ভবন থেকে একটি মিছিল বের করে ডিওয়াইএফআই। সে সময় বনধের প্রতিবাদে মিছিল করছিল তৃণমূল। অভিযোগ বামেদের মিছিলটি যখন দুর্গাপুর নগর নিগমের কাছে পৌঁছয়, তখন তৃণমূলের সঙ্গে তাদের বচসা শুরু হয়। শুরু হয় হাতাহাতি, ইটবৃষ্টি। অভিযোগ, এই উত্তেজনার সময় বোমাবাজিও করা হয়েছে। সিপিএমের দলীয় কার্যালয় বিমল দাশগুপ্ত ভবনে বোমবাজি হয়েছে বলে অভিযোগ।
advertisement
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মী আহত হয়েছেন বলে খবর। মোট ২১ জন ডিওয়াইএফআই কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে আসেন ডেপুটি কমিশনার পূর্ব অভিষেক গুপ্তা।
advertisement
এই বিষয়ে ডেপুটি কমিশনার বলেছেন, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে এনেছেন। তবে এই ঘটনায় কতজনকে আটক বা গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। তাছাড়া পুলিশের হিসেবে কতজন আহত হয়েছেন, সেই বিষয়েও তথ্য দেননি। তিনি জানিয়েছেন, পুরো ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ করা হবে। অন্যদিকে এই ঘটনার পর ক্ষোভ উগরে দিয়েছে বাম নেতৃত্ব।
advertisement
—– নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM: হঠাৎ CPIM অফিসে বোমা বিস্ফোরণ! ভয়ে কেঁপে উঠল দুর্গাপুর, ভয়াবহ ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement