সেলিমের মিছিল ঘিরে রণক্ষেত্র বর্ধমান, ভেঙে-উপড়ে ফেলা হল বিশ্ব বাংলার লোগো

Last Updated:

সিপিআইএম-এর আইন অমান্য কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বর্ধমান। বুধবার সিপিআইএম নেতা মহঃ সেলিমের নেতৃত্বে সিপিআইএম আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল

#বর্ধমান: সিপিআইএম-এর আইন অমান্য কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বর্ধমান। বুধবার সিপিআইএম নেতা মহঃ সেলিমের নেতৃত্বে সিপিআইএম আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল। প্রথমে বর্ধমানের বড়নীলপুর মোড়ে সভা হয়, এরপর মিছিল করে সিপিআইএম কর্মী-সমর্থকেরা বর্ধমানের কার্জন গেট সংলগ্ন কোর্ট কম্পাউন্ডে জেলাশাসকের অফিসে ঢোকার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর-ও ছোড়া হয়।
সম্প্রতি বহু লক্ষ টাকা ব্যয় করে বর্ধমানের কার্জন গেট চত্বরে মুখ্যন্ত্রীর বিভিন্ন প্রকল্পের ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছিল, সেগুলি ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে সিপিআইএম কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বর্ধমানের কার্জন গেটে বসানো হয়েছিল বিশ্ব বাংলার লোগো, তাও ভেঙে উপড়ে ফেলা হয়। ভাঙচুর চালানো হয় বিধায়ক সহায়তা কেন্দ্রেও। পুলিশের বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার জখম হয়েছেন।
advertisement
বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে পুলিশের পক্ষ থেকে জল কামান ছোড়া হয়। ঘনঘন ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। এরপর পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টাখানেক দু'পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন সিপিআইএম কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে দাবি সিপিআইএম-এর। পাশাপাশি তাঁদের দাবি, তাঁরা যে-সব গাড়িতে চেপে এসেছিলেন, সেই সব গাড়িতে তৃণমূল ভাঙচুর চালায়।
advertisement
advertisement
সংঘর্ষের জেরে বর্ধমানের জিটি রোডে যান-চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে দোকান-পাঠ বন্ধ করে দেন ব্যবসায়ীরা। হামলায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ৫০-এর বেশি সিপিআইএম কর্মী সমর্থককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন।
SARADINDU GHOSH
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সেলিমের মিছিল ঘিরে রণক্ষেত্র বর্ধমান, ভেঙে-উপড়ে ফেলা হল বিশ্ব বাংলার লোগো
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement