Cow: পরপর গাড়িতে ঠাসা গরু! পুলিশ আটক করল ২৫ জনকে
- Reported by:Sujit Bhoumik
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Cow: তমলুক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিমতৌড়ি এলাকায় গাড়িগুলিকে আটক করে
পূর্ব মেদিনীপুর: ১০০ গরু আটক, ঘটনায় গ্রেফতার ২৫ জন ব্যক্তি, হলদিয়া মেচেদা জাতীয় সড়কের নিমতৌড়ি এলাকার ঘটনা। তমলুকের নিমতৌড়িতে ৬ টি গাড়ি থেকে প্রায় একশোরও বেশি গরু আটক করার পাশাপাশি যারা এই কাজে যুক্ত ছিলেন তাদের ২৫ জনকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ।
নরঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাওয়ার পথে একটি লরি ও পাঁচটি ছোট ট্রাক ভর্তি প্রায় একশোরও বেশি গরু নিয়ে যাওয়ার পথে আটক করেছে তমলুক থানার পুলিশ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার নরঘাট এলাকা থেকে এই পাঁচটি গাড়ি, হলদিয়া মেচেদা জাতীয় সড়ক ধরে পশ্চিম মেদিনীপুরে পিংলা যাচ্ছিল।
আরও পড়ুন – Cholesterol Control Tips: আপনার শরীরে কি কোলেস্টোরলের থাবা বসেছে, এই ছোট্ট চিহ্ন দেখলেই বুঝবেন
advertisement
advertisement
তমলুক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিমতৌড়ি এলাকায় গাড়িগুলিকে আটক করে, জিজ্ঞাসাবাদ করে জানা যায় পশ্চিম মেদিনীপুরে পিংলার লক্ষীবাড়ি এলাকায় এই গরুগুলি জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির জন্য।
সেই সময়ই আটক করে তমলুক থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তমলুকের সি আই এবং তমলুক থানার আইসি সহ পুলিশ আধিকারিকরা। ৬টি গাড়ি সহ মোট ২৫ জনকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ।
advertisement
Sujit Bhowmik
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 02, 2024 1:20 PM IST









