২৫ বছরের মামলায় অবশেষে একসঙ্গে ৪৫০০ গ্রামবাসীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা!

Last Updated:
#ইসলামপুর: সাড়ে চার হাজার গ্রামবাসীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ২৫ বছরের পুরোন মামলায় একে একে আদালতে আত্মসমর্পণ করছে অভিযুক্তরা। ইতিমধ্যে জামিনও দেওয়া হয়েছে প্রায় ৪ হাজার অভিযুক্তকে। অনেকেই প্রশ্ন তুলছেন, এতজনকে জেলে রাখার ব্যবস্থা নেই বলেই কি তড়িঘড়ি জামিন?
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সুজালী গ্রাম। এ গ্রামে পুরুষের সংখ্যা ১০ হাজার। তার মধ্যে সাড়ে চার হাজার জনের নামেই গ্রেফতারি পরোয়ানা। বাম আমল থেকে চলছে মামলা। তার নিস্পত্তি এখনও হয়নি। ঝুট-ঝামেলাও কমেনি সুজালীতে। গ্রামে পুলিশ গেলেই দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়ে পিছু হটতে হয়েছে। ইসলামপুরকে পুলিশ জেলা হিসাবে ঘোষণার পরই তৎপরতা বেড়েছে। বিভিন্ন সংঘর্ষের ঘটনায় অভিযুক্তদের নামে গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে। পরোয়ানা পেয়ে আত্মসমর্পণও করছেন গ্রামবাসীরা।
advertisement
কিন্তু একসঙ্গে এত সংখ্যক অভিযুক্ত আত্মসমর্পণ করায় বিপাকে পড়েছে প্রশাসন। যদি সাড়ে চারহাজার অভিযুক্তকে গ্রেফতার করা হয় তাদের রাখা হবে কোথায়? ইসলামপুর জেলে একসঙ্গে এত বন্দিকে কী রাখা সম্ভব? সেজন্যেই বোধহয় তড়িঘড়ি জামিনের ব্যবস্থা হয়েছে।
advertisement
চার হাজার অভিযুক্তের জামিন আগেই হয়েছিল। রবিবার জামিন পান ১৮ জন। বাকিরাও একে একে আত্মসমর্পন করবেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২৫ বছরের মামলায় অবশেষে একসঙ্গে ৪৫০০ গ্রামবাসীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement