লালন মৃত্যু মামলায় অস্থায়ী ক্যাম্পে সিল করা ঘর খুলে দেওয়ার নির্দেশ আদালতের

Last Updated:

আগামী জানুয়ারি মাসের ৩ তারিখ এই ঘর খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে রামপুরহাট আদালত।

#রামপুরহাট: লালন শেখের মৃত্যু মামলায় সিবিআইয়ে অস্থায়ী ক্যাম্পে ঘরের সিল করে দেওয়ার মামলায় নতুন নির্দেশ আদালতের৷ রামপুরহাট আদালত নির্দেশ দিল, সেই ঘর খুলে দেওয়ার জন্য৷ আপাতত তিনটি সিল ঘরের মধ্যে দু’টিকে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ এ ক্ষেত্রে তদন্তের স্বার্থে একটি ঘর, অর্থাৎ বাথরুম বন্ধ করে রাখা হবে বলে জানানো হয়েছে৷ শুধুমাত্র বাথরুম সিল করা থাকবে নির্দেশ দিয়েছে আদালত৷
আগামী জানুয়ারি মাসের ৩ তারিখ এই ঘর খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে রামপুরহাট আদালত। সিআইডি-এর ডিআইজি-এর উপস্থিতিতে ও সিবিআই-এর উপস্থিতিতে ও রামপুরহাট আদালতের বিচারকের উপস্থিতিতে ভিডিও রেকর্ডিং করে ঘরগুলি খুলে দেওয়া হবে।
advertisement
advertisement
এর পাশাপাশি আজ, মঙ্গলবার লালন শেখের স্ত্রী রেশমা বিবি ও লালনের ভাগ্নি বুলটি বিবির বয়ান রেকর্ড হলো রামপুরহাট আদালতে। রামপুরহাটে বগটুইয়ের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত লালন শেখের দেহ হঠাৎই সিবিআই হেফাজত থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কয়েকদিন আগে৷ সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনার পর শুরু হয় চাপানউতোর৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে আক্রমণ করে বিজেপি বিরোধীদলগুলি৷ সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে অগ্নিগর্ভ৷
advertisement
অক্ষয় ধীবর
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লালন মৃত্যু মামলায় অস্থায়ী ক্যাম্পে সিল করা ঘর খুলে দেওয়ার নির্দেশ আদালতের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement