লালন মৃত্যু মামলায় অস্থায়ী ক্যাম্পে সিল করা ঘর খুলে দেওয়ার নির্দেশ আদালতের

Last Updated:

আগামী জানুয়ারি মাসের ৩ তারিখ এই ঘর খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে রামপুরহাট আদালত।

#রামপুরহাট: লালন শেখের মৃত্যু মামলায় সিবিআইয়ে অস্থায়ী ক্যাম্পে ঘরের সিল করে দেওয়ার মামলায় নতুন নির্দেশ আদালতের৷ রামপুরহাট আদালত নির্দেশ দিল, সেই ঘর খুলে দেওয়ার জন্য৷ আপাতত তিনটি সিল ঘরের মধ্যে দু’টিকে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ এ ক্ষেত্রে তদন্তের স্বার্থে একটি ঘর, অর্থাৎ বাথরুম বন্ধ করে রাখা হবে বলে জানানো হয়েছে৷ শুধুমাত্র বাথরুম সিল করা থাকবে নির্দেশ দিয়েছে আদালত৷
আগামী জানুয়ারি মাসের ৩ তারিখ এই ঘর খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে রামপুরহাট আদালত। সিআইডি-এর ডিআইজি-এর উপস্থিতিতে ও সিবিআই-এর উপস্থিতিতে ও রামপুরহাট আদালতের বিচারকের উপস্থিতিতে ভিডিও রেকর্ডিং করে ঘরগুলি খুলে দেওয়া হবে।
advertisement
advertisement
এর পাশাপাশি আজ, মঙ্গলবার লালন শেখের স্ত্রী রেশমা বিবি ও লালনের ভাগ্নি বুলটি বিবির বয়ান রেকর্ড হলো রামপুরহাট আদালতে। রামপুরহাটে বগটুইয়ের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত লালন শেখের দেহ হঠাৎই সিবিআই হেফাজত থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কয়েকদিন আগে৷ সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনার পর শুরু হয় চাপানউতোর৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে আক্রমণ করে বিজেপি বিরোধীদলগুলি৷ সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে অগ্নিগর্ভ৷
advertisement
অক্ষয় ধীবর
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লালন মৃত্যু মামলায় অস্থায়ী ক্যাম্পে সিল করা ঘর খুলে দেওয়ার নির্দেশ আদালতের
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement