নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
১২ ডিসেম্বর ২০১৮ সালে অভিযুক্ত শুভ দে ১৯, অর্ণব দাস ১৯ কে গ্রেফতার করে পুলিশ ৷ এরপর শুনানি শুরু হয় l
#বনগাঁ: নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বনগাঁ আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক l
উত্তর ২৪ পরগনা গাইঘাটা থানার বকচারা গ্রামের এক নাবালিকাকে ১১ ডিসেম্বর ২০১৮ সালে এলাকার ব্যাঙ্কে গিয়েছিল ৷ সেখান থেকে দুই যুবক তাকে ডেকে নিয়ে যায় ৷ এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি ৷ পরে সন্ধের সময় পার্শ্ববর্তী বকচারা দীঘা বটতলা এলাকায় গণধর্ষণ করে বলে অভিযোগ l
অভিযোগের ভিত্তিতে ১২ ডিসেম্বর ২০১৮ সালে অভিযুক্ত শুভ দে ১৯, অর্ণব দাস ১৯ কে গ্রেফতার করে পুলিশ ৷ এরপর শুনানি শুরু হয় l ঘটনায় বিচারপতি ১৫ জনের সাক্ষী নেয় l মঙ্গলবার অতিরিক্ত জেলা দায়রা বিচারক বিদ্যুৎ কুমার রায় অভিযুক্ত দুই যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩৫ হাজার টাকা জরিমানার সাজা দেয় l
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2020 3:05 PM IST