corona virus btn
corona virus btn
Loading

স্বামীর সঙ্গে আত্মহত্যা করলেন অন্তঃসত্ত্বা স্ত্রী! ‘আত্মহত্যা’র আগে ফোন করলেন বাবাকে

স্বামীর সঙ্গে আত্মহত্যা করলেন অন্তঃসত্ত্বা স্ত্রী! ‘আত্মহত্যা’র আগে ফোন করলেন বাবাকে

তবে কেন, কী কারণে তাঁরা একসঙ্গে এই সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি ৷ এখনও পর্যন্ত কোনও স্যুইসাইড নোটও উদ্ধার হয়নি ৷

  • Share this:

#বেলুড়: বেলুড়ের আশুতোষ মুখোপাধ্যায় লেনে উদ্ধার স্বামী-স্ত্রীর দেহ! যুগলের রহস্যজনক মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ কী কারণে হঠাৎ দু’জনে একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নিলেন তা এখনও জানা যায়নি ৷ পুলিশ সূত্রে খবর, মৃত নরোত্তম কুমার সিং ও তাঁর স্ত্রী সন্ধ্যা কুমারী সিংয়ের বাড়ি উত্তরপ্রদেশে ৷ বেলুড়ে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তাঁরা ৷ মঙ্গলবার সকালে বাড়ির মালিকের কাছে একটি ফোন আসে নরোত্তমের বাবার ৷ তিনি জানান, তাঁর ছেলে ও বৌমা আত্মহত্যা করতে চলেছেন ৷ এমনকি এও বলা হয়, ছেলে তাঁকে জানিয়েছেন তাঁর স্ত্রী’র আত্মহত্যা করা হয়ে গিয়েছে ৷ এবার তিনিও আত্মহত্যা করতে চলেছেন ৷ সঙ্গে সঙ্গে বাড়ির মালিক পৌঁছে যান ঘটনাস্থলে ৷ দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছেন নরোত্তম সিং ৷ মেঝেয় পড়ে রয়েছে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী’র দেহ ৷ তবে কেন, কী কারণে তাঁরা একসঙ্গে এই সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি ৷ এখনও পর্যন্ত কোনও স্যুইসাইড নোটও উদ্ধার হয়নি ৷ দেহ দু’টি ময়নাতদন্তে পাঠিয়েছে বেলুড় থানার পুলিশ ৷

First published: March 10, 2020, 5:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर