নেই হুড়োহুড়ি, নেই মাল মজুদ করার ইচ্ছা, যতটুকু দরকার ততটুকুই জিনিস কিনলেন সিউড়ীর বাসিন্দারা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
সবজী মার্কেট খুলতেই মানুষ যতটুকু দরকার ঠিক ততটুকুই সবজী কিনেছেন
#সিউড়ী: লক ডাউনের অন্য ছবি বীরভূমের সিউড়ীতে। নেই হুড়োহুড়ি, নেই মাল মজুদ করার ইচ্ছা। সকালে বীরভূমের সিউড়ীর টিন বাজারের সবজী মার্কেট খুলতেই মানুষ যতটুকু দরকার ঠিক ততটুকুই সবজী কিনেছেন। পাশাপাশি মুদির দোকানেও লোকের ভীড় নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা তবে কেউই অতিরিক্ত মাল মজুদ করার মত জিনিস কেনেননি।
বীরভূমের সিউড়ির এই চিত্র প্রমাণ করে দিল যে এখানকার মানুষ যথেষ্ট সচেতন কারণ তারা জানে সরকারি নির্দেশ মত সবজি ও মুদির দোকান খোলা থাকবে তাই নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে কোন সমস্যা হবেনা। তবে এই লোক ডাউনের বাজারেও দায়িত্বজ্ঞানহীন কিছু মানুষ কোন কারণ ছাড়াই বেরিয়েছিল সিউড়ি রাস্তায়, তাদেরকে সিউড়ি থানার পুলিস জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদ করে সঠিকভাবে উত্তর না পেলে লাঠিচার্জ করে তাদেরকে বাড়ি ঢুকিয়ে দেওয়া হয়।
advertisement
গতকাল রাতেও বীরভূমের সিউড়ির বিভিন্ন ক্লাব রাস্তা রাস্তায় অভিযান চালায় সিউড়ি থানার পুলিশ। তবে বীরভূমের জেলা পুলিস সুপার স্যামসাঙ জানিয়েছেন সব ক্ষেত্রে পুলিশি নিরাপত্তায় সব কাজ হওয়া সম্ভব না সাধারণ মানুষকে সচেতন হতে হবে বাড়িতেই থাকতে হবে কারণ এই লড়াই মানুষের।
advertisement
Supratim Das
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2020 12:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নেই হুড়োহুড়ি, নেই মাল মজুদ করার ইচ্ছা, যতটুকু দরকার ততটুকুই জিনিস কিনলেন সিউড়ীর বাসিন্দারা