করোনার ওষুধ হিসেবে গোমূত্র বিক্রি, ডানকুনিতে গ্রেফতার বিক্রেতা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ভুল বুঝিয়ে গোমূত্র খাওয়ানোর অভিযোগ
#ডানকুনি: রাস্তার ধারে টেবল পেতে গোমূত্র-গোবর বিক্রি করতে বসে পড়েন ডানকুনির মামুদ আলি। তাঁর দাবি, এসব খেলে নাকি সেরে যাবে করোনা! ভুল বুঝিয়ে গোমূত্র খাওয়ানোর অভিযোগে জোড়াবাগানে অভিযোগ দায়ের। তারপরেই মামুদ আলিকে গ্রেফতার করে ডানকুনির পুলিশ।
সোমবার করোনাভাইরাস রোধ করতে গোমূত্র ও গোবর বিক্রি করছিলেন মামুদ। হরেক রকম গোমূত্র। হরেক দাম। বকনা গো মূত্র ৫০০ টাকা লিটার। গাই গো মূত্র মিলবে ৪০০ টাকা লিটারে। জার্সি গো মূত্র ৩০০ টাকা লিটার। জার্সি গরুর গোবর ৩০০ টাকা কেজি। দেশি গরুর গোবর ৫০০ টাকা কেজি। নানা রকম গো মূত্র আর গোবর নিয়ে পসরা তৈরি। কখনও কখনও পাওয়া যাচ্ছে ডিসকাউন্টও ৷ প্রায় ১০০ টাকার ছাড়ে ২০০ টাকায় সেটা কিনে নিচ্ছেন ক্রেতারা ৷
advertisement
ডানকুনিতে রাস্তার ধারে টেবল পাতা। সাজানো সারি সারি বোতল। বিক্রি হচ্ছে গোমূত্র- গোবর। সঙ্গে পোস্টার, গোমূত্র খেলেই নাকি উধাও করোনা।
advertisement
গোমূত্র পান করলেই করোনা ভাইরাস থেকে বাঁচা সম্ভব ৷ এমন ধারণা ভালমতোই ছড়িয়েছে ভারতে ৷ করোনা আতঙ্কের দিনে গোমূত্রের এখন রমরমা বাজার ৷
করোনা ভয় বাড়ছে। বাড়ছে সতর্কতা। অক্লান্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। একইসঙ্গে ছড়াচ্ছে কুসংস্কারও। রীতিমতো ভেবেচিন্তেও কুসংস্কার ছড়িয়ে দেওয়া হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
March 17, 2020 3:06 PM IST