হোম /খবর /দক্ষিণবঙ্গ /
করোনা-সতর্কতায় বিশ্বভারতীতে বসন্তো‍ৎসব বাতিল, নোটিফিকেশন জারি কর্তৃপক্ষের

করোনা-সতর্কতায় বিশ্বভারতীতে বসন্তো‍ৎসব বাতিল, নোটিফিকেশন জারি কর্তৃপক্ষের

বিশ্বভারতীতে বসন্তো‍ৎসব বাতিল

বিশ্বভারতীতে বসন্তো‍ৎসব বাতিল

UGC-র নির্দেশিকা পাওয়ার পরই বাতিল অনুষ্ঠান। লোকসানের আশঙ্কায় বোলপুরের ব্যবসায়ীরা।

  • Share this:

#বোলপুর: বিশ্বভারতীর বসন্ত উতসব বাতিল ঘোষনার পর নোটিফিকেশন জারী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। নোটিফিলেশনে রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে, পাশাপাশি শনি ও রবিবার বিশ্বভারতী অন্যান্য শনিবার ও রবিবারের মতোই বন্ধ থাকবে জানানো হয়েছে। ৯ মার্চ বিশ্বভারতীতে দোলযাত্রা হিসাবে ছুটি ঘোষনা করা হয়েছে। এই নোটিশ ২৩ জনকে মেলে পাঠালো বিশ্বভারতী কর্তৃপক্ষ। ৭, ৮ ও ৯ মার্চ বিশ্বভারতীর গেট বন্ধ থাকবে সাধারনের জন্য। আবাশিক ছাত্রছাত্রীরা বিশ্বভারতীতে থাকতে পারবে ওই সময়। হতাশ পড়ুয়ারা। বসন্ত উৎসবে প্রচুর মানুষের সমাগম ঘটে, কিন্তু বসন্তো‍ৎসব বাতিলের জেরে পর্যটকদের সংখ্যা কমতে পারে এবছর। লোকসানের আশঙ্কায় বোলপুরের ব্যবসায়ীরা। হোটেল ব্যবসায়ী থেকে হস্তশিল্পসামগ্রী বিক্রেতা-সকলেরই মাথায় হাত।গতকাল বিশ্বভারতীর কর্মসমিতির বৈঠকের পর বাতিল হয় শান্তিনিকেতনের বসন্ত উৎসব। UGC বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে করোনা ভাইরাস সম্পর্কে সতর্কীকরণ বিভিন্ন বিষয় নিয়ে চিঠি পাঠায় ওই চিঠি আসার পরই বিশ্বভারতী কর্তৃপক্ষ বৈঠকে বসে। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত চক্রবর্তী, বসন্ত উৎসব কমিটির চেয়ারম্যান সুশোভন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য কর্মীরা ও বিশ্বভারতীর আধিকারিকরা। কয়েকঘণ্টা মিটিং চলার পর বিশ্বভারতী কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে জানান এই বছরের মতো বসন্ত উৎসব বাতিল করা হল। অবশ্য এই বসন্ত উৎসব পরে অন্য কোন সময় বিশ্বভারতীতে পালিত হতে পারে তা নিয়ে পরে সিদ্ধান্ত নেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেহেতু বসন্ত উৎসবে প্রচুর মানুষের সমাগম ঘটে কোন মানুষ যদি করোনা ভাইরাস সংক্রামিত থাকে সে ক্ষেত্রে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে এই ভাইরাস। বসন্ত উৎসব পালন করার জন্য বিশ্বভারতীর মেলার মাঠে সমস্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। তারই মধ্যে বসন্ত উৎসব বাতিলের সিদ্ধান্ত সব প্রস্তুতিতে জল ঢেলে দিল। মন খারাপ থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে বসন্ত উৎসব বন্ধ হওয়ার সিদ্ধান্ত মন খারাপের হলেও মেনে নিতে হল বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের।

Supratim Das

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Bolpur, Coronavirus, Holi, Santiniketan Basanta Utsav, Shantiniketan, Visva-Bharati University