#হাওড়া: বাংলা ছেড়ে যখন হাসপাতালে কর্মরত ভিনরাজ্যের নার্সদের নিজেদের রাজ্যে ফিরে যাওয়ার হিড়িক ঠিক তার মধ্যেই এমন কঠিন সময়ে লড়াই প্রস্তুত বাংলার নার্সরা | করোনা আক্রান্ত রোগীদের সুশ্রষা করতে করতে নিজেই আক্রান্ত হয়েছিল মরণ ভাইরাসে | করোনা মুক্ত হয়ে ফের করোনা আক্রান্তদের সুস্থ করে কাজে যোগ দিলেন করোনা জয়ী নার্স |
সোমবার দুপুরে হাওড়া সত্যবালা আই ডি হাসাতালে কাজে যোগ দিলেন বালির বাসিন্দা ঝুমা মুর্মু | হাসপাতালে প্রিয় দিদিকে নতুন করে কাছে পেয়ে আপ্লুত অন্য নার্স ও স্বাস্থ্য কর্মীরা | ঝুমা দিদি আসবে আবার হাসপাতালে করোনা যুদ্ধে সামিল হতে, সেই খবর ছড়িয়ে পড়তেই সাজ সাজ রব হাসপাতাল জুড়ে | নতুন করে কাজে যোগ দেওয়ায় ঝুমা দেবীকেও থাকতে হবে নতুন আস্তানায় নিজের বাড়ি ছেড়ে | করোনা আক্রান্তদের চিকিৎসা করতে করতে এপ্রিলের ১২ তারিখ নিজেই আক্রান্ত হয়ে পড়েন করোনায় | তাকে ভর্তি করা হয় কলকাতার বাঙুর কোভিড হাসপাতালে | সেখান থেকে সুস্থ হয়ে ২৭ এপ্রিল ছাড়া পান ঝুমা দেবী | তার পর বেশ কয়েকদিন নিজের বাড়িতেই চিকেন কোয়ারেন্টাইনে |
প্রতিদিন হাওড়া শহরে বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা তাই আর নিজেকে বাড়িতে আটকে না রেখেই কাজে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন | তার ইচ্ছা কে সন্মান দিয়ে সোমবার তাকে কাজে যোগ দেওয়ার অনুমতি দেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক | দুপুরে হাসপাতলে পৌঁছাতেই তাকে ফুল ও হাততালি দিয়ে সম্বর্ধনা জানান কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা | ঝুমা দেবী কে পশে অনেকটাই মনোবল বেড়ে যায় অন্যান্য নার্স স্বাস্থকর্মীদের | ঝুমা দেবী জানান তিনি মরণ রোগকে জয় করে ফিরেছেন তাই এই রোগ নিয়ে কাজ করতে ও বাকিদের গাইড করতে অনেকটাই সুবিধা হবে |
Debasish Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Corona Virus Update, Corona warriors, Coronavirus