করোনা জের,  হলদিয়া বন্দরে কমছে জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কাজ

Last Updated:

করোনা জের,  হলদিয়া বন্দরে কমছে জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কাজ

#হলদিয়া: করোনা বিপদ নিয়ে অবশেষে শ্রমিকদের তোলা কাজ কমানোর দাবি মানলো হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। আজ শ্রমিকদের দাবি মেনে জরুরী ভিত্তিতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসন। জাহাজ থেকে পণ্য ওঠানোনামানোর বিষয় নিয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন পুর্ব মেদিনীপুরের ডিএম, এসপি। বৈঠকটি হয় হলদিয়া পুরসভায়। ছিলেন বন্দরের প্রশাসনিক আধিকারিক অমল দত্ত, এসপি ইন্দিরা মুখার্জি, ডিএম পার্থ ঘোষ, পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক সহ অন্যান্যরা।
বৈঠকে ঠিক হয়েছে, হলদিয়া বন্দরে দাঁড়িয়ে থাকা ৬ টি জাহাজে পণ্য ওঠানোনামানোর কাজ দ্রুততার সঙ্গে রাতের মধ্যেই শেষ করে জাহাজগুলিকে ছেড়ে দেওয়া হবে। আগামীকাল থেকে জাহাজ থেকে পণ্য ওঠানোনামানোর বন্ধ থাকবে। ছাড় থাকবে অতি প্রয়োজনীয় পণ্য, যেমন -LPG গ্যাস, ন্যাপথা, হাই স্পিড ডিজেল, পেট্রোল জাতীয় পণ্য ভর্তি জাহাজ। কাজ কমে যাওয়ার কারনে আগামীকাল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বন্দরের প্রায় সাড়ে ৯ হাজার শ্রমিকের নব্বই ভাগ শ্রমিককে ডিউটিতে আসতে হবেনা। কেবল জরুরী কাজের জন্য কিছু সংখ্যক শ্রমিকই আসবেন। সব সিদ্ধান্তই করোনা সতর্কতা এবং লকডাউনের জন্যই নেওয়া হয়েছে। যে সিদ্ধান্তে খুশি প্রকাশ করেছেন বন্দরের শ্রমিকরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
করোনা জের,  হলদিয়া বন্দরে কমছে জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কাজ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement