করোনা জের, হলদিয়া বন্দরে কমছে জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কাজ
- Published by:Akash Misra
Last Updated:
করোনা জের, হলদিয়া বন্দরে কমছে জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কাজ
#হলদিয়া: করোনা বিপদ নিয়ে অবশেষে শ্রমিকদের তোলা কাজ কমানোর দাবি মানলো হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। আজ শ্রমিকদের দাবি মেনে জরুরী ভিত্তিতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসন। জাহাজ থেকে পণ্য ওঠানোনামানোর বিষয় নিয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন পুর্ব মেদিনীপুরের ডিএম, এসপি। বৈঠকটি হয় হলদিয়া পুরসভায়। ছিলেন বন্দরের প্রশাসনিক আধিকারিক অমল দত্ত, এসপি ইন্দিরা মুখার্জি, ডিএম পার্থ ঘোষ, পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক সহ অন্যান্যরা।
বৈঠকে ঠিক হয়েছে, হলদিয়া বন্দরে দাঁড়িয়ে থাকা ৬ টি জাহাজে পণ্য ওঠানোনামানোর কাজ দ্রুততার সঙ্গে রাতের মধ্যেই শেষ করে জাহাজগুলিকে ছেড়ে দেওয়া হবে। আগামীকাল থেকে জাহাজ থেকে পণ্য ওঠানোনামানোর বন্ধ থাকবে। ছাড় থাকবে অতি প্রয়োজনীয় পণ্য, যেমন -LPG গ্যাস, ন্যাপথা, হাই স্পিড ডিজেল, পেট্রোল জাতীয় পণ্য ভর্তি জাহাজ। কাজ কমে যাওয়ার কারনে আগামীকাল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বন্দরের প্রায় সাড়ে ৯ হাজার শ্রমিকের নব্বই ভাগ শ্রমিককে ডিউটিতে আসতে হবেনা। কেবল জরুরী কাজের জন্য কিছু সংখ্যক শ্রমিকই আসবেন। সব সিদ্ধান্তই করোনা সতর্কতা এবং লকডাউনের জন্যই নেওয়া হয়েছে। যে সিদ্ধান্তে খুশি প্রকাশ করেছেন বন্দরের শ্রমিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2020 10:15 PM IST