করোনা সতর্কতার থাবা কি এবার বীরভূমের পাথরচাপুড়ী মেলাতেও?
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
#বীরভূম: আগামী 23 শে মার্চ থেকে 29 শে মার্চ পর্যন্ত বীরভূমের সিউড়ির পাথরচাপুরীতে শুরু হতে চলেছে পাথরচাপরি মেলা যা দাদাবাবার উরুষ উতসব নামে পতিভিত। লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে পাথরচাপুরি দাতাবাবার মাজারে চাদর চাপিয়ে নিজেদের মনস্কামনা করেন বা মনস্কামনা পূরণ হলে চাদর চাপান। কিন্তু এই মেলাতে এবার করোনা আতঙ্ক।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা তো বটেই পশ্চিমবঙ্গের বাইরে থেকেও এখানে মুসলিম ধর্মের মানুষ ছাড়াও বিভিন্ন ধর্মের আসেন এখানে শুধুমাত্র দাতাবাবার প্রতি ভক্তির জন্য। বাংলাদেশ, আরব, ইরান ছাড়া অন্যান্য দেশ থেকে মানুষ আসে এখানে এই মেলাতে। পাথরচাপুড়ির বাসিন্দারা জানিয়েছেন দাতা বাবার অলৌকিক শক্তিতে এখানে কোন করোনাভাইরাস প্রভাব ফেলবে না তবে বিভিন্ন মানুষের বক্তব্য সঠিকভাবে মাস্কের ব্যবহার করে এই মেলা করা যেতে পারে। মেলা নিয়ে বীরভূম জেলা শাসকের কাছে বেশ কিছু আপত্তি পত্র জমা পড়েছে। কিন্তু এত মানুষের জনসমাগম নতুন করে কোনো সমস্যা তৈরি করবে না তো? ইতিমধ্যে পাথরচাপুরি এলাকায় মেলা বসতে শুরু করেছে কয়েকদিনের পরেই জনসমাগম তৈরি হবে এই মেলাতে। বীরভূম জেলা প্রশাসন এই মেলা পরিচালনা করে এই মেলা নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই বৈঠক হবে বীরভূম জেলা প্রশাসন দপ্তরে।
advertisement
Supratim Das
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2020 10:12 PM IST