Nadia News: জেলায় অন্ধত্ব দূরীকরণের আরও একধাপ! দেখে নিন কি হল নতুন ব্যবস্থা

Last Updated:

অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও কর্নিয়া প্রদান করা যেতে পারে বেশ কিছু শর্ত মেনে। সে ক্ষেত্রে পুলিশ যদি সক্রিয়ভাবে সহায়তা করে তাহলে সেই কাজ আরও সহজ হয়ে দাঁড়ায়

+
দুর্ঘটনা

দুর্ঘটনা জনিত মৃত্যুতে পরিবারের সম্মতি থাকলে দেওয়া যাবে কর্নিয়া

ধানতলা: ইতিমধ্যেই শান্তিপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও মরণোত্তর কর্নিয়া প্রদান সংগ্রহে এক বিশেষ পর্যালোচনা হয়ে গিয়েছে, এবার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত ধানতলা থানায় এই কর্মসূটির আয়োজন করা হল এদিন। আর নদিয়া জেলায় এ ধরনের উদ্যোগ এই প্রথম। জানা যায়, কর্নিয়া সংগ্রহকারী অন্যতম সংস্থা মরমীর কার্যালয় শান্তিপুরে অবস্থিত হওয়ায় সেখানকার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীকে তারা এ ধরনের একটি প্রস্তাব দেন। সংগঠনের পক্ষ থেকে আর সে বিষয়ে বিধায়ক রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদারকে তিনি অতি তৎপরতার সঙ্গে প্রথম শান্তিপুরে এবং দ্বিতীয় গতকাল ধানতলা থানায় সমস্ত সাব-ইন্সপেক্টরদের নিয়ে এ বিষয়ে একটি আলোচনা সভা আয়োজন করিয়ে দেন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য।
নদিয়ার শান্তিপুরের বহু পুরনো এক স্বেচ্ছাসেবী সংগঠন মরমী মরণোত্তর কর্নিয়া সংগ্রহের কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে। তবে এই কর্নিয়াগুলি সংগ্রহ তারা বেশিরভাগ সময়ই স্বাভাবিক মৃত্যু অর্থাৎ বেশিরভাগই বার্ধক্য জনিত মৃত্যুর পরে তারা সংগ্রহ করতে পেরেছেন। কিন্তু অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও কর্নিয়া প্রদান করা যেতে পারে বেশ কিছু শর্ত মেনে। সে ক্ষেত্রে পুলিশ যদি সক্রিয়ভাবে সহায়তা করে তাহলে সেই কাজ আরও সহজ হয়ে দাঁড়ায়।
advertisement
advertisement
যদিও এর আগে মরমীর পক্ষ থেকে শক্তিনগর হাসপাতাল এবং রানাঘাট হাসপাতাল থেকে দুটি অস্বাভাবিক মৃত্যুর পর সেই দেহ থেকে কর্নিয়া সংগ্রহ করা হয়েছিল তবে তা স্থানীয় স্তরে পুলিশ আধিকারিকদের মহানুভতায়। সাধারণত অস্বাভাবিক মৃত্যুর পরে বেশ কিছু শর্ত মেনে আইনতভাবে কর্নিয়া সংগ্রহ করা হয় কিন্তু অন্যান্য রাজ্যে থাকলেও পশ্চিমবঙ্গে এর কোনও আইন পাশ করা হয়নি। সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য দফতরে একাধিক লিখিতভাবে ডেপুটেশন জানান হয়েছে এটিকে একটি আইনের পরিণত করার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সংগঠনের পক্ষ থেকে জানানো হয় পরিবারের সম্মতি থাকলেও ময়নাতদন্তে পাঠান মৃতদেহ থেকে কর্নিয়া সংগ্রহ করা সম্ভব হত না ওই কেসের আইও কিংবা পুলিশ আধিকারিকদের সঠিক নিয়ম না জানার কারণে, অন্যদিকে হয়ে আসার জন্য কর্নিয়া সংগ্রহের সময়সীমা ৮ -১০ ঘন্টা পার হয়ে যায়। তখন আর নেওয়ার উপযোগী থাকে না। অথচ তদন্তের বিষয় যদি চোখ না হয় তাহলে সংশ্লিষ্ট হাসপাতাল কিংবা থানা থেকেই সংগৃহীত হতে পারে। আর সেই কারণেই এই সমস্যা সমাধানের আলোচনা।
advertisement
সাধারণত মৃত্যুর পরে পুলিশের সম্মতি নিয়ে এই কর্নিয়া সংগ্রহ করা হতে পারে। এমনকি দেহ যদি মর্গে ঠান্ডা করে রাখা যায় তবে সেই কর্নিয়া সচরাচর নষ্ট হয় না। এই সমস্ত একাধিক কারণ বিস্তারিতভাবে আলোচনা করে কীভাবে সেই ব্যবস্থা পুলিশের সহযোগিতায় করা যেতে পারে তারই কর্মসূচির আয়োজন করা হল ধানতলা থানায় এই দিন। উপস্থিত ছিলেন ধানতলা থানার ওসি থেকে শুরু করে একাধিক পুলিশ কর্মকর্তারা।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: জেলায় অন্ধত্ব দূরীকরণের আরও একধাপ! দেখে নিন কি হল নতুন ব্যবস্থা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement