Corn Cultivation : মাটির সৃষ্টি প্রকল্পে পতিত জমিতে চাষ করে স্বনির্ভর হচ্ছেন আদিবাসি মহিলারা

Last Updated:

পতিত হয়ে পড়ে থাকা এই সমস্ত জমিতে ফসল ফলিয়ে খুশি ওই সমস্ত আদিবাসী মহিলারাও। প্রশাসনের তরফে মহিলা স্বনির্ভর দলকে চাষ করতে উৎসাহ দেওয়াই নয়, পাশাপাশি ফসল বিক্রির ব্যবস্থাও করা হয়েছে।

 পতিত জমিতে উৎপাদিত ভুট্টা
পতিত জমিতে উৎপাদিত ভুট্টা
বীরভূম : রাজ্য সরকারের যে কয়েকটি প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম মাটির সৃষ্টি প্রকল্প। এই প্রকল্পে জেলা প্রশাসন স্থানীয় আটটি স্বনির্ভর দলকে সাবলম্বী করতে উৎসাহিত করছে।বীরভূমের রাজনগরের সিসল ফার্মের পড়ে থাকা জমিতে করা হচ্ছে ভুট্টা চাষ। ভুট্টার পাশাপাশি বর্ষার বাদাম থেকে শুরু করে আড়হর ডাল চাষও হচ্ছে এই জমিতে। কৃষি দফতর সূত্রের খবর মোট প্রায় ৮২ বিঘা জমিতে খরা অঞ্চলের উপযোগী চারটি ফসল লাগানো হয়েছিল।
মাটির সৃষ্টি প্রকল্পের উদ্দেশ্য হল পতিত জমিকে চাষের উপযুক্ত করে তোলা। অথবা,এক ফসলি জমিকে দু ফসলি করে তোলা এবংবিকল্প উপায় কাজে লাগিয়ে প্রান্তিক মানুষের আয়ের উৎস বাড়ানো। আনুমানিক ২০২০ সালের মাঝামাঝি সময়ে এ প্রকল্পের সূচনা হয়।প্রকল্পের আততায় ছিল বীরভূমের রাজনগর,দুবরাজপুর,খয়রাশোল,মোহাম্মদ বাজার, ইলামবাজার, রামপুরহাট ১, নলহাটি ১,সিউড়ি ১ সহ মোট ১০ টি ব্লক।
advertisement
advertisement
ব্লক প্রশাসন সূত্রে জানা যায় সিসল ফার্মের জমিতে কাজ করার জন্য কাছাকাছি আদিবাসী গ্রামের মোট আটজন মহিলাকে নির্বাচন করেছিল প্রশাসন। পতিত হয়ে পড়ে থাকাএই সমস্ত জমিতে ফসল ফলিয়ে খুশি ওই সমস্ত আদিবাসী মহিলারাও। প্রশাসনের তরফে মহিলা স্বনির্ভর দলকেচাষ করতে উৎসাহ দেওয়াই নয়, পাশাপাশি ফসল বিক্রির ব্যবস্থাও করা হয়েছে।
advertisement
প্রাণী সম্পদ বিকাশ দফতর, পশু পাখির খাবারতৈরির জন্য ভুট্টা কিনতে আগ্রহী হয়। ইতিমধ্যেইওই দফতরের সঙ্গে স্বনির্ভর দলগুলির চুক্তিও হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
এভাবে প্রশাসনের চেষ্টায় মহিলাদের স্ব নির্ভর গড়ে তোলা হলে আগামী দিনে গ্রামীন অর্থনীতিও অনেকটাই উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Corn Cultivation : মাটির সৃষ্টি প্রকল্পে পতিত জমিতে চাষ করে স্বনির্ভর হচ্ছেন আদিবাসি মহিলারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement