Corn Cultivation : মাটির সৃষ্টি প্রকল্পে পতিত জমিতে চাষ করে স্বনির্ভর হচ্ছেন আদিবাসি মহিলারা
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
পতিত হয়ে পড়ে থাকা এই সমস্ত জমিতে ফসল ফলিয়ে খুশি ওই সমস্ত আদিবাসী মহিলারাও। প্রশাসনের তরফে মহিলা স্বনির্ভর দলকে চাষ করতে উৎসাহ দেওয়াই নয়, পাশাপাশি ফসল বিক্রির ব্যবস্থাও করা হয়েছে।
বীরভূম : রাজ্য সরকারের যে কয়েকটি প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম মাটির সৃষ্টি প্রকল্প। এই প্রকল্পে জেলা প্রশাসন স্থানীয় আটটি স্বনির্ভর দলকে সাবলম্বী করতে উৎসাহিত করছে।বীরভূমের রাজনগরের সিসল ফার্মের পড়ে থাকা জমিতে করা হচ্ছে ভুট্টা চাষ। ভুট্টার পাশাপাশি বর্ষার বাদাম থেকে শুরু করে আড়হর ডাল চাষও হচ্ছে এই জমিতে। কৃষি দফতর সূত্রের খবর মোট প্রায় ৮২ বিঘা জমিতে খরা অঞ্চলের উপযোগী চারটি ফসল লাগানো হয়েছিল।
মাটির সৃষ্টি প্রকল্পের উদ্দেশ্য হল পতিত জমিকে চাষের উপযুক্ত করে তোলা। অথবা,এক ফসলি জমিকে দু ফসলি করে তোলা এবংবিকল্প উপায় কাজে লাগিয়ে প্রান্তিক মানুষের আয়ের উৎস বাড়ানো। আনুমানিক ২০২০ সালের মাঝামাঝি সময়ে এ প্রকল্পের সূচনা হয়।প্রকল্পের আততায় ছিল বীরভূমের রাজনগর,দুবরাজপুর,খয়রাশোল,মোহাম্মদ বাজার, ইলামবাজার, রামপুরহাট ১, নলহাটি ১,সিউড়ি ১ সহ মোট ১০ টি ব্লক।
advertisement
advertisement
ব্লক প্রশাসন সূত্রে জানা যায় সিসল ফার্মের জমিতে কাজ করার জন্য কাছাকাছি আদিবাসী গ্রামের মোট আটজন মহিলাকে নির্বাচন করেছিল প্রশাসন। পতিত হয়ে পড়ে থাকাএই সমস্ত জমিতে ফসল ফলিয়ে খুশি ওই সমস্ত আদিবাসী মহিলারাও। প্রশাসনের তরফে মহিলা স্বনির্ভর দলকেচাষ করতে উৎসাহ দেওয়াই নয়, পাশাপাশি ফসল বিক্রির ব্যবস্থাও করা হয়েছে।
advertisement
প্রাণী সম্পদ বিকাশ দফতর, পশু পাখির খাবারতৈরির জন্য ভুট্টা কিনতে আগ্রহী হয়। ইতিমধ্যেইওই দফতরের সঙ্গে স্বনির্ভর দলগুলির চুক্তিও হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
এভাবে প্রশাসনের চেষ্টায় মহিলাদের স্ব নির্ভর গড়ে তোলা হলে আগামী দিনে গ্রামীন অর্থনীতিও অনেকটাই উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2023 2:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Corn Cultivation : মাটির সৃষ্টি প্রকল্পে পতিত জমিতে চাষ করে স্বনির্ভর হচ্ছেন আদিবাসি মহিলারা