কোচবিহারে এদিন মোদির জনসভায় নজরকাড়া ভিড় ছিল। এমনকী প্রধানমন্ত্রী আসার আগে থেকেই সেখানে মানুষের মধ্যে ব্যাপক উত্সাহ ও কৌতুহল তৈরি হয়েছিল। চাঁদিফাটা রোদ বা প্রচণ্ড গরমেও সেই উত্সাহে ভাঁটা পড়েনি। মাথায় কাঠফাটা রোদ নিয়েই বহু মানুষ হাজির হয়েছিলেন মোদির সভায়। প্রায় নিয়ম করে এদিনও মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শাসক দলকে একের পর এক ইস্যুতে আক্রমণ করেন মোদি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাংলায় আসল পরিবর্তনের ডাক দেন তিনি। তৃণমূলের হার নিশ্চিত। কোচবিহারের সভা থেকেও সেই দাবিই করে যান প্রধানমন্ত্রী। তবে রাজনৈতিক জনসভার তাল কাটে এক মহিলা অসুস্থ হয়ে পড়ায়। মোদি অবশ্য মঞ্চ থেকেই সেই বয়সক মহিলাকে দেখতে পান। তিনি প্রায় সঙ্গে সঙ্গেই বক্তৃতা থামিয়েও দেন।
#WATCH | PM Modi asks his team of doctors to assist a woman who faced some issues due to dehydration at an election rally in Cooch Behar, West Bengal. pic.twitter.com/6wC14HKfof
— ANI (@ANI) April 6, 2021
প্রচণ্ড গরমে সেই বয়স্ক মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছে। মোদি মঞ্চ থেকে তাঁকে দেখেই নিজের দলের ডাক্তারদের ওই মহিলার কাছে যাওয়ার আর্জি জানান। সেইসঙ্গে ওই মহিলাকে মাতাজি বলে সম্বোধন করেই মঞ্চ থেকেই তাঁর খেয়াল রাখতে শুরু করেন। তিনি ওই মহিলার আশেপাশে থাকা মানুষদের জল এগিয়ে দেওয়ার আর্জি জানান। মোদির নির্দেশ পেয়ে ডাক্তারদের টিম তড়িঘড়ি ওই মহিলার কাছে পৌঁছেও যান। এর পরই ওই মহিলা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।