Convocation Ceremony: সাড়ম্বরে পালিত হল রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Convocation Ceremony: অভিনব আয়োজনের মধ্য দিয়ে তৃতীয় কনভোকেশন অনুষ্ঠানে কৃতিদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও মেডেল। পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পড়ুয়াদের সমাজ, দেশ এবং সারা পৃথিবীর জন্য এগিয়ে আসার বার্তা দেন।
পশ্চিম মেদিনীপুর: সাড়ম্বরে রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন হল বৃহস্পতিবার। এদিন কলেজের বি.সি রায় মেমোরিয়াল হলে আয়োজন করা হয় এই কনভোকেশন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর সুশান্ত চক্রবর্তী, উপস্থিত ছিলেন আইআইটির অধ্যাপক সুমন চক্রবর্তী সহ একাধিক গুণী ব্যক্তিরা।
অভিনব আয়োজনের মধ্য দিয়ে তৃতীয় কনভোকেশন অনুষ্ঠানে কৃতিদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও মেডেল। পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পড়ুয়াদের সমাজ, দেশ এবং সারা পৃথিবীর জন্য এগিয়ে আসার বার্তা দেন। যা ছাত্রছাত্রীদের কাছে আগামী ভবিষ্যৎ জীবনে এক নতুন দিশা দেখাবে।
advertisement
advertisement
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হয় তৃতীয় কনভোকেশন অনুষ্ঠান। এদিন প্রতিটি বিষয়ের কৃতিদের সংবর্ধনা, শংসাপত্র প্রদান করেন উপস্থিত গুণীজনেরা। শুধু তাই নয়, পিএইচডি ডিগ্রিধারীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননার শংসাপত্র। প্রসঙ্গত মেদিনীপুর শহরে রাজ প্যালেসে মহিলাদের শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে বেশ অনেক বছর আগে শুরু হয় মহাবিদ্যালয়।
ধীরে ধীরে আজ মহিরুহে পরিণত হচ্ছে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। এবার তৃতীয় কনভোকেশনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের উজ্জ্বল কামনা এবং সমাজের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 23, 2024 12:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Convocation Ceremony: সাড়ম্বরে পালিত হল রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান









