ডাক্তার নার্সদের সঙ্গে করোনার ভ্যাকসিন নিলেন কয়েকজন বিধায়কও! বিতর্ক পূর্ব বর্ধমান জেলায়

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সতর্কবাণী সত্ত্বেও টীকাকরণ প্রক্রিয়ায় নিযম বর্হিভূতভাবে হাজির বিধায়কেরা

#বর্ধমান: কথা ছিল চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ডাক্তার নার্স সহ প্রথম সারির যোদ্ধাদের সর্বপ্রথম করোনার ভ্যাকসিন দেওয়া হবে। সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও|  কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সরাসরি যুক্তরা ছাড়াও করোনার প্রতিষেধক পেলেন অনেক জনপ্রতিনিধিরাও। বিধায়ক, প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অনেকেই এদিন করোনার ভ্যাকসিন নিলেন। প্রথম দিনেই জনপ্রতিনিধিরা করোনার ভ্যাকসিন নেওয়ায় বিতর্ক দেখা দিয়েছে পূর্ব বর্ধমান জেলায়।
জেলা প্রশাসন অবশ্য জানিয়েছে, রোগী কল্যাণ সমিতির সঙ্গে যুক্তরা এদিন করোনার ভ্যাকসিন নিয়েছেন। কারণ তাঁরাও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় বলেন, জনপ্রতিনিধিরা এদিন করোনার ভ্যাকসিন নিয়েছেন এ কথা বলবো না। তবে রোগী কল্যাণ সমিতির সঙ্গে যেসব জনপ্রতিনিধি যুক্ত তাঁরা করোনার প্রতিষেধক নিয়েছেন। কারণ তাঁরাও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত। নিয়মিত হাসপাতালে উপস্থিত থাকতে হয় তাঁদের। বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন, বিভিন্ন বৈঠকে অংশ নেন। তাঁদের পাশাপাশি হাসপাতালে সাফাই কর্মী সহ চিকিৎসকদেরও করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে।
advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন ভাতারের বিধায়ক সুভাষ মন্ডল, ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় করোনার ভ্যাকসিন নিয়েছেন। এছাড়াও রোগী কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদেরও নাম ছিল ভ্যাকসিন প্রাপকদের তালিকায়।
advertisement
চিকিৎসা পরিষেবার সঙ্গে সরাসরি যুক্ত ডাক্তার নার্সদের পাশাপাশি পুলিশ কর্মী অফিসার সহ বিভিন্ন পেশার অনেককেই সামনের সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করতে দেখা গিয়েছে। এই লড়াই করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন অনেকে। মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেইসব প্রথম সারির করোনা যোদ্ধাদের বাদ দিয়ে জনপ্রতিনিধিদের নাম প্রথম দিনের তালিকার প্রথমদিকে থাকায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। জানা গিয়েছে,এদিন জেলায় সাতশো জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাতে ডাক্তার নার্সদের অনেককেই এদিন ভ্যাকসিন দেওয়া যায়নি। তাদের বাদ দিয়ে জনপ্রতিনিধিদের নাম তালিকার প্রথমের দিকে থাকায় বিতর্ক শুরু হয়েছে।
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডাক্তার নার্সদের সঙ্গে করোনার ভ্যাকসিন নিলেন কয়েকজন বিধায়কও! বিতর্ক পূর্ব বর্ধমান জেলায়
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement